সার্বিয়ার বিরুদ্ধে হলুদ ঝড় তুলে ব্রাজিল জনতার মুখে হাসি ফুটিয়েছে টিটে ব্রিগেড

banner

#Pravati Sangbad Digital Desk:

দোহায় সন্ধে নামার পর থেকেই ব্রাজিল সমর্থকদের উপস্থিতিতে উত্তাল হয়ে উঠেছিল লুসেইল স্টেডিয়াম চত্বর। নানা সাজে, রঙে মাতিয়ে রেখেছিলেন তাঁরা। মুখে ছিল ‘‌ব্রাজিল, ব্রাজিল’‌, ‘‌নেইমার, নেইমার’‌ ধ্বনি। দোহা সময় রাত ২টোতেও ব্রাজিল সমর্থকদের দখলে ছিল রাস্তাঘাট। কাতার নিরাপত্তারক্ষীদের তাঁদের সামলাতে হিমশিম খেতে হচ্ছিল। তখনও ব্রাজিল ভক্তরা জানতেন না তাঁদের জন্য একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করে আছে। সেটা হল নেইমারের গুরুতর চোট পাওয়া।চোট নিয়ে উদ্বেগ ছিল ঠিকই, কিন্তু তখনও আশা ছিল, তিনি হয়ত খেলতে পারবেন। সন্ধে নাগাদ এল সেই দুঃসংবাদ। এমআরআই স্ক্যানে ধরা পড়েছে, গোড়ালির চোট বেশ গুরুতর। গ্রুপ লিগের বাকি দুই ম্যাচে মাঠের বাইরেই কাটাতে হবে নেইমারকে। সেইসঙ্গে ছিটকে গেলেন দানিলও। তাঁরও চোট গোড়ালিতেই। শুরুতে বিষয়টা ছিল জল্পনার স্তরে। পরে, ব্রাজিল দলের চিকিৎসক সরকারিভাবেই জানিয়ে দিলেন নেইমারের ছিটকে যাওয়ার কথা। জানানো হল, নেইমারের চোট সারতে কিছুটা সময় লাগবে। তবে কতটা সময় দরকার, তা পরিষ্কার করে জানানো হয়নি। গ্রুপ লিগে সুইৎজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে খেলা বাকি ব্রাজিলের। কোচ টিটের আশা, নকআউট পর্বে নেইমারকে পাওয়া যাবে।

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ লগ্নে চোট পেয়েছিলেন নেইমার। ম্যাচের ৮০ মিনিট নাগাদ নিকোলা মিলেনকোভিচের হার্ড ট্যাকলের সময় গোড়ালিতে চোট পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

এর পর আর তাঁকে খেলানোর ঝুঁকি নেননি কোচ তিতে। সঙ্গে সঙ্গে নেইমারকে মাঠ থেকে তুলে নেন তিনি। বিদেশি একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, আসন্ন গ্রুপ পর্বের ম্যাচগুলিতে খেলতে পারবেন না নেইমার। গ্রুপ পর্যায়ে ব্রাজিলের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ড বিরুদ্ধে আগামী ২৮ নভেম্বর এবং ক্যামেরুনের বিরুদ্ধে ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ব্রাজিল।


নেইমারের চোট নিয়ে ব্রাজিলের এক ফিজিও বলেন, "শুক্রবার দুপুরে নেইমার এবং দানিলোর এমআরআই করা হয়েছে। দু'জনেরই লিগামেন্টে চোট রয়েছে। আপাতত প্রতিদিন ওদের পর্যবেক্ষণ করা হবে। বাকি প্রতিযোগিতায় যাতে ওরা খেলতে পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে।"

বিশ্বকাপে নেইমারের সঙ্গে চোটের সম্পর্কটা বেশ পুরনো। ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার ফুটবলার জুনিগার হাঁটুর গুঁতোয় মেরুদণ্ডে মারাত্মক চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। সেই ধাক্কা সামলাতে না পেরে জার্মানির কাছে ১–‌৭ গোলে হেরেছিল ব্রাজিল। এবার সার্বিয়া ম্যাচে নেইমারের চোট সেই স্মৃতি নতুন করে উস্‌কে দিল। সার্বিয়া ম্যাচের পর সাংবাদিক সম্মেলনের শুরুতেই কোচ টিটের সঙ্গে এসে ব্রাজিল দলের ডাক্তার রডড্রিগো লাসমার জানিয়েছিলেন, ‘‌নেইমারের ডান পায়ের গোড়ালিতে জোরালো আঘাত লেগেছে। নিকোলা মিলেনকোভিচের ট্যাকলের সময় নেইমারের গোড়ালিতে চোট লাগে। জায়গাটা ফুলে আছে। আমরা সজাগ দৃষ্টি রাখছি। চিকিৎসা চলবে। চোটটা ঠিক কেমন, তা পরে বোঝা যাবে।’‌তখনও জানা ছিল না নেইমার সামনের দুই ম্যাচে ছিটকে যাবেন। নেইমারের চোট নিয়ে উদ্বিগ্ন, তাঁর ক্লাব প্যারিস সাঁ জাঁ। ক্লাবের তরফে ইতিমধ্যেই ব্রাজিল শিবিরে যোগাযোগ করা হয়েছে। ১১ মিনিট খেলা বাকি থাকতে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন নেইমার। ম্যাচ শেষে নেইমার নিজে টুইটও করেন। তবে তাতে নিজের চোটের বিষয়ে কোনও উল্লেখ ছিল না। শুধু লিখেছিলেন, ‘‌কঠিন ম্যাচ ছিল। তাই জয় গুরুত্বপূর্ণ। দলকে অভিনন্দন। প্রথম কাজটা শেষ হয়েছে। আর ৬ ধাপ বাকি।’‌

প্রচারমাধ্যম টিটের কাছে প্রশ্ন করেছিল, চোট পাওয়ার পরও কেন নেইমারকে মাঠে বেশিক্ষণ রেখেছিলেন?‌ আর কি বিশ্বকাপে খেলতে পারবেন ব্রাজিলের সেরা অস্ত্র? নেইমারের বিকল্প কে আছে আপনার হাতে?‌ ‌টিটের জবাব, ‘‌আমি খেয়াল করিনি নেইমার এত বেশি চোট পেয়েছে। ওকে মাটিতে পড়ে যেতে দেখেছিলাম। তারপর ও তো উঠে খেলা শুরু করল। দলকে সাহায্য করতে মাঠ থেকে বেরোতে চায়নি। যন্ত্রণা সহ্য করেও থেকেছিল। এটাই কমিটমেন্ট।’‌ ‌

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News