#Pravati Sangbad Digital Desk:
হাওড়া ষ্টেশন, বহু ইতিহাসের সাক্ষী হাওড়া রেল স্টেশনের ভবনটি। পরাধীন ভারতে ব্রিটিশদের হাত ধরে যাত্রা শুরু, কালে কালে বয়স হয়েছে অনেক। বয়সের সাথে সাথে সংস্কারও হয়েছে, বর্তমানে ভারতের রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম এই হাওড়া রেল ষ্টেশন, ধীরে ধীরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। আর এবার হাওড়া স্টেশনের নিছ থেকেই মিলল পুরনো রেল লাইনের হদিশ। সম্প্রতি কোলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য খননের কাজ চলছিলো হাওড়া রেল ষ্টেশন সংলগ্ন এলাকাই, আর তখনই খোঁজ মেলে এই রেল পথের। হাওড়া স্টেশনের ডিআরএম বিল্ডিং এর সামনে থেকে গঙ্গার পার পর্যন্ত গিয়েছে এই রেল পথ, রেল আধিকারিকদের অনুমান, ১৮৫৪ সালে যখন হাওড়া থেকে রানিগঞ্জ পর্যন্ত প্রথম রেল যাত্রা শুরু হয়, তখন এই লাইনের বিস্তার করা হয়েছিলো, যা নদীর ধার পর্যন্ত গিয়েছে, কারন নদীতে বড় বড় মাল বোঝাই জাহাজ বা স্টিমারে করে পণ্য রেলের গাড়িতে ভরা হতো, তার পরে সেই পণ্য নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিত। জানা গিয়েছে, লাইনটির দৈর্ঘ্য ১৫০ মিটারের কাছাকাছি, তবে রেল লাইনের বয়স সম্পর্কে এখনও পর্যন্ত ধারনা দিতে পারেননি রেলের আধিকারিকরা, তবে তাদের মতে এই লাইন ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছিলো। বর্তমানে হাওড়া স্টেশনের যেই জায়গাই লাইনটির হদিশ মিলেছে, সেই জায়গাতেই ছিল পুরনো হাওড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম। লাইনটির বয়স জানার জন্য ইতিমধ্যেই প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে।