১০০ বছর পরে জায়গা বদল করলো আস্ত একটা বাড়ি, হতবাক সকলে

banner

#Pravati Sangbad Digital Desk:

ঠিকানা বদল, এ শুধু খাতাই কলমে নয় আস্ত বাড়ি সরে গেলো অন্যত্র। ঘটনাটি ঘটেছে চীনের সাংহাই প্রদেশে, যেখানে একটি শতাব্দী প্রাচীন বাড়ি তুলে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্য আর এক পাড়ায়। কি সুন্দর ব্যাপার না! শুনতে ভালো লাগলেও কাজে সহজ ছিল না মোটেও। শতাব্দী প্রাচীন বাড়ির ওজন কম করেও ৪০০০ টনের কাছাকাছি, রেলের লাইন পেতে সরিয়ে যাওয়া হলো বাড়িটি। ওয়াকিং মেশিন নামে এক উন্নত যন্ত্র বাড়িটিকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। জানা গিয়েছে বাড়িটি পুরনো স্থাপত্যের এক নিদর্শন বয়স হয়েছে ১০০ এর ওপর, কিন্তু বাড়ির মালিকের ইচ্ছেই নিজেই নিজের জায়গা পরিবর্তন করলো বাড়িটি। বাড়ি সাধারণত বসে গেলে কিংবা রাস্তার থেকে নীচু হয়ে গেলে অনেকেই বাড়ির সিলিং উচু করাই বা আধুনিক প্রযুক্তিতে বাড়ির নিচে লিফটিং জ্যাক লাগিয়ে বাড়ি উচু করায়, কিন্তু এই ভাবে পুরোপুরি জায়গা বদল দেখে হতবাক অনেকেই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News