ট্রেনের সময় সারনিতে বদল, বদলে গেল সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনের সময়

banner

#Pravati Sangbad digital Desk:

বীরভূম জেলার সদর শহর সিউড়ির মানুষদের বহু দিনের দাবি ছিল কলকাতা যাওয়ার জন্য একটি ট্রেনের। শুধু সিউড়ি নয়, পাশাপাশি বহু গ্রামের মানুষ উপকৃত হবেন তাতে। এতদিন পর্যন্ত শুধুমাত্র ময়ূরাক্ষী একপ্রেস ছাড়া কলকাতার সাথে যোগাযোগের সেই রকম কোন রেল পরিষেবা ছিল না। অগত্যা সরকারি বাসের ওপরেই ভরসা করতে হতো শহরের বাসিন্দাদের। যা রেলের থেকে অনেকটাই খরচ সাপেক্ষ। তবে অবশেষে মানুষের দাবিতে সবুজ সংকেত দেয় রেল কতৃপক্ষ। জুলাই মাসের ৩১ তারিখে পথ চলা শুরু করে সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস। এতদিন সকাল ৫টা ২০ মিনিটে সিউড়ি থেকে শিয়ালদহর উদ্দেশ্যে রওনা দিত এই ট্রেন।


কিন্তু সম্প্রতি ১লা অক্টোবর পূর্ব রেল ট্রেনের সময় সূচিতে পরিবর্তন এনেছে। যার ফলে বেশীরভাগ ট্রেনের সময় আগুপিছু হয়েছে। তালিকার মধ্যে রয়েছে ১৩১৮০ আপ সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেন। সকাল ৫টা  ২০মিনিটের বদলে ৫টা ১০ মিনিটে ছাড়বে এই ট্রেন। এবং শিয়ালদহ এসে পৌঁছবে সকাল ১০টা ৫ মিনিটে। পাশাপাশি শিয়ালদহ থেকে সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে বিকেল ৫টা ১৭ মিনিটে। এবং রাত ১০টা ১৫ মিনিট নাগাদ পৌঁছবে সিউড়ি স্টেশনে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News