বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ ভারতীয় শিল্পপতি গৌতম আদানি

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্বের ধনীদের তালিকায় আরও একধাপ এগোলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। ফোর্বসের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন ভারতের ধনীতম ব্যক্তি। আদানির সম্পত্তির পরিমাণ ১১৫.৩ বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের তালিকা অনুযায়ী, বিশ্বের প্রথম তিন ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক, বার্নর্ড আরনল্ট এবং জেফ বেজস। এর পরেই রয়েছেন আদানি। 
নিজের সম্পদ থেকে অলাভজনক প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দানের ঘোষণা করেছিলেন বিল গেটস। বরাবরই দানধ্যানের জন্য পরিচিত তিনি। ব্যবসার লাভের অর্থে দান করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান গেটস। সেই রীতি মেনেই গত সপ্তাহেই মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা ২০ বিলিয়ন মার্কিন ডলার স্বেচ্ছাসেবী সংস্থায় দান করেছেন। এই সিদ্ধান্তের পরে বিল এক ধাপ নিচে নেমে এলেন ধনীদের তালিকা থেকে। আর সেই জায়গা দখল করলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। বিল গেটস এখন বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার বর্তমান সম্পত্তির পরিমাণ ১০২ বিলিয়ন মার্কিন ডলার।
প্রথম স্থানে থাকা এলন মাস্ক এর সম্পত্তির পরিমান ২৩০.৮ বিলিয়ন ডলার। অপর দিকে দ্বিতীয় স্থানে থাকা বার্নর্ড আরনল্ট এর সম্পত্তির পরিমান ১৪৯.৯ বিলিয়ন ডলার। ও তৃতীয় স্থানে থাকা জেফ বেজস এর সম্পত্তির পরিমান ১৩৯.৫ বিলিয়ন ডলার। উল্লেখ্য এই মুহূর্তে ১০ ধনী ব্যক্তির তালিকায় আছেন ল্যারি অ্যালিসন (৯৬.৮ বিলিয়ন ডলার), ওয়ারেন বাফেট (৯৬ বিলিয়ন ডলার), ল্যারি পেজ (৯৪.৫ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (৯০.৯ বিলিয়ন ডলার) ও মুকেশ আম্বানি (৮৮.৫ বিলিয়ন ডলার)।
গত বছরের সেপ্টেম্বরের হিসেবেই দেখা গিয়েছিল সম্পত্তির পরিমাণে আম্বানির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আদানি। নতুন বছরের গোড়াতেই একটি মাস্টারস্ট্রোক নেন আদানি। ধনকুবেরের মুকুটে যুক্ত হয় নয়া পালক। জানা যায়, রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিকে (NTPC) দশ লক্ষ টন ‘থার্মাল কোল’ জোগান দেবে আদানির সংস্থা। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যপবহৃত কয়লা আমদানিকারক হিসাবে এক নম্বরে এমনিতেই রয়েছে আদানি গোষ্ঠী। কিন্তু বছরের শুরুতেই ওই বরাত মেলায় রাতারাতি সম্পত্তির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয় আদানির।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News