Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কূপ খনন করতে গিয়ে পাওয়া গেল কয়লার সন্ধান

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘদিন ধরে বিভিন্ন টানাপোড়েনের পর বৃহস্পতিবার অবশেষে কূপ খনন কার্য শুরু হয় ডেউচা পাঁচামির কেন্দ্র পাহাড়ি এলাকায়। কূপ খনন শুরু হওয়ার পরই শুক্রবার এই কাজ চলাকালীন সন্ধান মিলল কয়লার। এক জায়গায় ৬৬ ফুট এবং আর এক জায়গায় ১৩০ ফুটের মধ্যেই কয়লার সন্ধান পাওয়া গিয়েছে। অল্প সময়ের মধ্যে এই কয়লার সন্ধান মিলতেই এলাকার মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন।
এদিন বীরভূম জেলাশাসক বিধান রায় এবং বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী কয়লার সন্ধান পাওয়ার খবর পেয়ে এলাকায় যান। তাঁরা গ্রামে প্রবেশ করতেই গ্রামবাসীরা তাদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এর পর এই প্রশাসনিক আধিকারিকরাও গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে কূপ খননের কাজ দেখতে শুরু করেন। আবার গ্রামবাসীরাই এই প্রশাসনিক কর্তাদের চা বানিয়ে খাওয়ান। যে জায়গায় দিন কয়েক আগেই এই কয়লা শিল্পের বিরোধিতায় এলাকার বাসিন্দাদের একাংশকে সরব হতে দেখা গিয়েছিল সেই এলাকার বাসিন্দাদের থেকেই এমন আপ্যায়ন পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রশাসনিক আধিকারিকরা।
এই এলাকায় প্রায় ১২ বর্গ কিলোমিটার এলাকা প্রাকৃতিক সম্পদ কয়লা রয়েছে বলে জানা যাচ্ছে। প্রথমদিকে সরকারি জমি এবং ইচ্ছুক কিছু ব্যক্তিগত মালিকানার জমিতে কয়লা উত্তোলনের পদক্ষেপ নেওয়া হবে এবং পরবর্তীতে ব্যক্তিগত মালিকানাদের আর্জি অনুযায়ী কয়লা নিরীক্ষণের কাজ শুরু হবে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জমিদাতাদের ২৬০ জনের হাতে চাকরির নিয়োগপত্র এবং অন্যান্য প্যাকেজ তুলে দেওয়া হয়েছে।
সিএমপিডিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, এই এলাকায় যে কয়লার সন্ধান পাওয়া গিয়েছে সেই কয়লা বাক্স করে প্যাকিং করার পর তা পাঠানো হবে ল্যাবর্টারিতে কয়লার গুণগত মান পরীক্ষার জন্য। আসানসোল সিএমপিডিআই-এর ডেপুটি ম্যানেজার সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই সকল কয়লা আপাতত গুণগত মান পরীক্ষার জন্য তাদের রাঁচিতে যে ল্যাবরেটরি রয়েছে সেখানে পাঠানো হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবেশ
Related News