Flash News
  1. এবার বইমেলায় নেই আমেরিকা ! তবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন
Tuesday, January 20, 2026

বিশ্রামে বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভালো ফর্ম নেই বিরাট কোহলির, কিন্তু তাতেও কেনো তাকে দলে রাখা হয়েছে? বারবারই উঠে এসেছে এমনই প্রশ্ন। সামনেই টি-২০টি-২০ বিশ্বকাপ, তার আগে ঝারাই বাছাই করতে ব্যাস্ত ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা, কিন্তু তাতেও দলে রয়েছেন বিরাট কোহলি। বিশেষজ্ঞদের প্রশ্নের করা জবাবও দিয়েছেন রোহিত শর্মা। অনেকেই মনে করছেন শ্রেয়াস আইয়ার এর মতো নবাগতরা বেশ ভালোই ফর্মে রয়েছে, তাই টি-২০ বিশ্বকাপের আগে যদি প্রাক্তন অধিনায়ক নিজের ব্যাটের হাল না ধরতে পারেন তাহলে একটু চাপের ব্যাপার।

ইতিমধ্যেই গতকাল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই, কিন্তু তাতে নেই বিরাট কোহলির নাম, শুধুতাই নয় ওয়ান ডে সিরিজেও নেই বিরাট কোহলির নাম, সেই সাথে দলের বাইরেই থাকবেন যশপ্রীত বুমরা। তবে দলে রয়েছেন রোহিত শর্মার মতো সিনিয়র প্লেয়ার। পাশাপাশি দলে থাকছেন হিপক হুডা, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার এর মতো প্লেয়াররা। উইকেট কিপার হিসাবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পান্থ, দীনেশ কার্তিককে। দলে রয়েছেন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পাণ্ডে, হর্ষল পাটেল, কে এল রাহুল, কুলদীপ যাদব, অর্শোদিপ সিং প্রমুখ। বুমরা দলে জায়গা না পেলেও চাপ সামলাতে রয়েছেন ভুবনেশ্বর কুমার। বলা বাহুল্য গত আইপিএলের পর থেকে ওফ ফর্মে বিরাট কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ ছাড়া বাকি টি-২০ ম্যাচে মুখ দেখা যায়নি তার, অন্যদিকে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মাঠে নামেননি তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News