#Pravati Sangbad Digital Desk:
প্রতিভা ছিল ছোট থেকেই ।এয়ার রাইফেল শুটিঙে ছেলেবেলাতেই বহু পদকও জিতেছে। তবে এবার দেশের মুখ উজ্বল করলো বাংলার মেয়ে মেহুলি। হুগলীর শ্রীরামপুরে এখন খুশির আমেজ, তাদের ঘরের মেয়ে মেহুলি সিনিয়ার শুটিং বিশ্বকাপে ভারতকে স্বর্ণ পদক জিতিয়েছে, তাও আবার দক্ষিণ কোরিয়াতে। গতকাল দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং এ সোনা জিতেছে মেহুলি ঘোষ। তার সাথে ছিলেন শাহু তুষার। এই জুটি হাঙ্গেরিকে ১৭-১৩ পয়েন্টে হারিয়েছে। অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছে শিবা নারওয়াল এবং পালক। কাজাখস্তানকে হারিয়ে পদক জিতেছেন তারা।
তবে অবশ্য এর আগেও মেহুলি সোনা পেয়েছিলেন ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে। এবার রাইফেল শুটিং বিশ্বকাপে। এর পরে মহিলা দশ মিটার এয়ার রাইফেল ফাইনালে খেলার কোথাও রয়েছে মেহুলির। এ যেন বাংলার জন্য জোড়া খুশি, কাল দেশের হয়ে সোনা জিতেছে শ্রীরামপুরের মেহুলি ঘোষ, অন্যদিকে ২০০২ সালে লর্ডসের মাটিতে নেট ওয়েস্ট টেস্ট জয়ের কারণে ব্রিটিশ পার্লামেন্টে সম্বর্ধনা পেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মেহুলির পদক জয়ে খুশি তার প্রাক্তন কোচ জয়দীপ কর্মকার।