Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ব্রিটিশ পার্লামেন্টে সন্মানিত বাংলার মহারাজ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad digital Desk:

ব্রিটিশদের সাথে ভারতের সম্পর্ক বরাবরই একটু অন্যরকম। এককালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধীনে ছিল ভারত, অসহ্য অত্যাচারের হাত থেকে রেহায় মিলেছে ৭৫ বছর আগে ১৯৪৭ সালের ৪৫ই আগস্ট। এই বছর আবার দেশ জুড়ে পালিতও হচ্ছে, “আজাদিকা আমৃত মহোৎসব”। ঠিক ৭৫ বছর পরে ব্রিটিশ পার্লামেন্টে সম্মানিত হলেন এক বাঙ্গালি, সর্বোপরি এক ভারতীয়। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০২ সালে ইংল্যান্ডের মাটিতে নেট ওয়েস্ট টেস্ট জেতার ২০ বছর পূর্তিতে ব্রিটিশ পার্লামেন্টে সম্বর্ধনা দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিসিসিআই এর সভাপতি হয়েছে আগেই, এবার আরও এক পালক উঠলো মহারাজের মুকুটে। বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের পাল্লা পরিবর্তনের মুহূর্ত এসে উপস্থিত হয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছে এক ভারতীয় বংশদূত, ঋষি সুনক, অর্থাৎ এবার এক ভারতীয়র হাতে লেখা হবে ইংরেজদের ভবিষ্যৎ, আর সেই পার্লামেন্টেই সম্বর্ধিত করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

গত ৮ই জুলাই মহারাজ তার ৫০তম জন্মদিন পালন করেছেন লন্ডনের মাটিতেই, এখনও সস্ত্রীক রয়েছেন সেখানেই, তার মধ্যেই পার্লামেন্টে সম্মানিত হলেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে সম্বর্ধিত হওয়ার পরে তিনি জানিয়েছেন, “একজন বাঙ্গালি হিসাবে আমি খুবই গর্বিত, ব্রিটিশ সরকারের হাত থেকে আমি সন্মান পেয়েছি”, সেই সাথে তিনি আরও জানিয়েছেন, “ মাস ছয়েক আগেই তারা আমার সাথে যোগাযোগ করেছিলো, প্রতি বছরই এই সন্মান দেয় তারা, এই বছর আমি পেয়ে আমি সন্মানিত বোধ করছি।“ 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা
Related News