Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

আবহাওয়া আপডেট : এবার বর্ষার কোন রূপ দেখা যাবে বঙ্গে?

banner

#Pravati Sangbad Digital Desk:

চলতি বছর ৩ জুন উত্তরবঙ্গে প্রবেশ করেছিল মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু অনেক দুর্বল থাকায় সেভাবে বৃষ্টিপাত হয়নি। যেখানে স্বাভাবিকের তুলনায় ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে সেখানে ৪৯ শতাংশ বৃষ্টি কম দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গে জুন মাসে বৃষ্টি হয়েছে ১১৫ মিলিমিটার। যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা ২৮৩ মিলিমিটার। এর আগেও অনেক সময় দক্ষিণবঙ্গে এরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, এই বছর দুর্বল মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু ঢোকার সময় তা খুব সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার কোনো প্রভাব দেখা যায়নি। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে গেলে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রয়োজন, আর এখনও পর্যন্ত নতুন করে কোনো নিম্নচাপ সৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণেই দক্ষিণবঙ্গে বর্ষার এখনও ভালোভাবে প্রবেশ ঘটেনি।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৭ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এবং আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ৭ জুলাই বৃহস্পতিবার, সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনাও নেই। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News