Flash news
    No Flash News Today..!!
Monday, July 14, 2025

গরমের অস্বস্তি থেকে রেহাই পেতে স্কুল গুলির ছুটি ঘোষণা করলো রাজ্য সরাকর

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতির জেরে রাজ্যের বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। এই অবস্থায় আগামী ১৩ জুন (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল বন্ধের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। শিক্ষামন্ত্রী জানান, কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েক দিন আগেই একাধিক জেলা বিদ্যালয় সংসদ (ডিপিএসসি) প্রাথমিক স্কুলগুলিতে মর্নিং সেকশন চালু করতে চেয়েছিল। কিন্তু তখন আপত্তি জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই কয়েকদিনে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরে জেলাগুলিতে একাধিক স্কুলে পড়ুয়ারা গরমে অসুস্থ হয়ে পড়ে । এই পরিস্থিতির জেরে সরকার সিদ্ধান্ত নেয় স্কুল ছুটির।

দক্ষিণবঙ্গে গরমের দাপট অব্যাহত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

জুন মাসের মাঝামাঝিতে এসেও দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি এখনও। উল্টে তীব্র দাবদাহ বেড়েছে একাধিক জেলায়। বুধবার স্কুল শিক্ষা কমিশনার রাজ্যের সব জেলা বিদ্যালয় পরিদর্শককে দুপুরের দিকে ব্যায়াম ও খেলাধুলার ক্লাস এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার দু’দিনের জন্য স্কুল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।

Related News