Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

অস্কার কমিটিতে বাঙালি পরিচালক

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বাংলা চলচ্চিত্র জগতে অস্কারের প্রসঙ্গ উঠলেই প্রথমেই ভেসে আসে একটি নাম, তিনি হলেন সর্বকালের সেরা পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ছাড়া বাংলা চলচ্চিত্র জগতে অস্কার নামটা খুব একটা শোনা যায় না, তবে এবার এক বাঙালি পরিচালক ডাক পেলেন অস্কার কমিটির সদস্য হওয়ার। প্রত্যেক বছরের মতো,ইতিমধ্যেই এ বছরও অস্কার কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে হিন্দি চলচ্চিত্র জগতের বহু তারকা এবং পরিচালকদের নাম, তবে তার সাথে ডাক পেয়েছেন পরিচালক সুস্মিত ঘোষ।
মঙ্গলবার রাতে অস্কার কমিটি তার নতুন সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে তাতে রয়েছে ৩৯৭ জন সদস্য, যার মধ্যে পরিচালক সুস্মিত ঘোষ, লেখক রিমা কাগতি, কাজল, সুরিয়া ছাড়া আরও অনেকের নাম। একাডেমী অফ মোশান পিকচার আর্টস অ্যান্ড সায়ন্সের তরফ থেকে এই ৩৯৭ জনকে এই বছর অস্কার পুরষ্কারের জন্য আমন্ত্রিত করা হয়েছে, যা দেখে গর্বিত টলি পাড়ার সকলেই। সাধারণত অস্কার কমিটির এই সদস্য পদের নামের তালিকা প্রকাশ করা হয় তাদের যোগ্যতা এবং কাজের প্রতি ভালোবাসার ভিত্তিতে, যদিও এই বছরও তার অন্যথা হয়নি। তাদের পাশাপাশি রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এ আর রহমান, বিদ্যা বালান, আমির খানের মতো তারকাদের নামও। পরিচালক সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাস এই বছর অস্কার কমিটির আমন্ত্রন পেয়েছেন তাদের  রাইটিং উইথ ফায়ার এর জন্য, যা এই বছরের অস্কার কমিটিতে সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News