Flash news
    No Flash News Today..!!
Monday, July 14, 2025

‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’: ভূতেদের হুল্লোড় আর রোমান্সে মোড়া নতুন বাংলা হরর-কমেডি

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় শুরু হচ্ছে নতুন বাংলা ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই ছবির মাধ্যমে বাংলা ছবিতে এক নতুন মাত্রার সংযোজন ঘটতে চলেছে—একদিকে যেমন থাকবে হাস্যরস, অন্যদিকে গা ছমছমে ভয়। পরিচালক নিজেই জানিয়েছেন, এটি ‘কনজিউরিং’-এর মতো অতটা ভয়াবহ না হলেও ‘স্ত্রী’কিংবা ‘ভুলভুলাইয়া’ ঘরানার এক মনোরঞ্জক হরর-কমেডি হবে।


প্রসঙ্গত,  ছবির প্রযোজনা সংস্থা উইন্ডোজ, যাদের আগে থেকে পারিবারিক ড্রামা ও সম্পর্কভিত্তিক গল্প বলার অভ্যাস, এবার তারা একেবারে ছক ভেঙে হাজির হতে চলেছে ছয় ভূতের কাণ্ডকারখানা নিয়ে। ছবির মূল আকর্ষণ হয়ে উঠছেন দুই জুটি—মিমি চক্রবর্তী ও সোহম মজুমদার, এবং স্বস্তিকা দত্ত ও বনি সেনগুপ্ত। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে ছিল বিশেষ যত্ন। পরিচালক অরিত্র জানালেন, “সোহম আমার খুব পছন্দের একজন অভিনেতা। অনেকদিন ধরেই ওর সঙ্গে আবার কাজ করতে চেয়েছিলাম। চরিত্রটাও ঠিক ওর মাপে লেখা হয়েছে।” অন্যদিকে, মিমি চক্রবর্তীর সঙ্গে অরিত্রর আগেই কাজ করার অভিজ্ঞতা আছে ‘পোস্ত’ এবং ‘রক্তবীজ’ -এর মাধ্যমে। এবার সোহম-মিমি জুটি বাংলা ছবির দর্শকদের সামনে এক নতুন রসায়ন নিয়ে হাজির হবে। মিমির চরিত্র প্রসঙ্গে অরিত্র বলেন, “এই চরিত্রে কাঠিন্য ও কোমলতা—দুটো দিকই একসঙ্গে থাকতে হবে। মিমির ব্যক্তিত্ব থেকেই সেই মিশেলটা বেরিয়ে আসবে।”ছবির দ্বিতীয় জুটি স্বস্তিকা দত্ত ও বনি সেনগুপ্ত। প্রায় ১২ বছর পর আবার এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে চলেছেন দর্শক। স্বস্তিকা প্রসঙ্গে পরিচালক বলেন, “স্বস্তিকা খুব ভালো অভিনেত্রী, কিন্তু অনেক সময়েই তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। স্ক্রিপ্ট হাতে পাওয়ার দু’দিনের মধ্যেই ৬০ শতাংশ মুখস্থ করে এসেছে, এটা ওর পেশাদারিত্বের প্রমাণ।”

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ১১ থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

অন্যদিকে, বনি সম্পর্কে অরিত্রর মন্তব্য, “ওর মধ্যে ভালো কাজ করার ক্ষমতা রয়েছে। ওর নাচের দক্ষতাও ছবিতে কাজে লাগানো হবে। ওকে পুরো একটা প্যাকেজ হিসেবে ভাবছি।”ছবির মূল কাহিনি লিখেছেন জিনিয়া সেন। চিত্রনাট্য এবং সংলাপে রয়েছেন জিনিয়া ও গোধূলি শর্মা। চরিত্র নির্মাণের সময় থেকেই অভিনয়শিল্পীদের মাথায় রেখেই লেখা হয়েছে স্ক্রিপ্ট, জানাচ্ছেন পরিচালক। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’নিছকই একটি হরর-কমেডি নয়। এটি একদিকে যেমন ভূতের গল্পের রোমাঞ্চ দেবে, তেমনই হাস্যরস আর রোমান্সে ভরিয়ে তুলবে দর্শকদের। চরিত্র, অভিনয়, গান ও আবহ সব মিলিয়ে এটি হতে চলেছে একটি পূর্ণ বিনোদনমূলক পারিবারিক ছবি—যা বাংলা ছবির বাজারে নতুন হাওয়ার ইঙ্গিত দিতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন চলচ্চিত্র
Related News