Flash News
Monday, September 22, 2025

প্রেমের ফাঁদ পাতা ভুবনে; মেক্সিকার মেয়ে হাওড়ায় সম্পর্কের টানে

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

একেই বোধহয় বলে হৃদয়ের টান। দুই বছরের করোনা মহামারি, অনেকের জীবনেই কিছু না কিছু পরিবর্তন নিয়ে এসেছে, কারোর গিয়েছে কাজ, কারোর বা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, অনেকে লকডাউনেই বিয়েও করে ফেলেছনে, তবে এবার কলকাতার পার্শ্ববর্তী জেলা হাওড়া সাক্ষী থাকলো এক বিরল ঘটনার। ভালোবাসার টানে সুদূর মেক্সিকো থেকে ছুড়ে এলো লেসলি ডেলগাডো।
বালির সাহেব বাগানের ছেলে অরিজিৎ ভট্টাচার্য, দেশের এক নামি বহুজাতিক সংস্থায় কর্মরত। দেশে যখন লকডাউন শুরু হয়েছিল প্রথম বারের জন্য ঠিক তখনই নিঃসঙ্গতা কাটাতে ডেটিং অ্যাপে নিজের নাম নথিভুক্ত করেন অরিজিৎ, তখন থেকেই পরিচয়, তারপর পরিচয় গড়িয়েছে প্রেমে, আগামী মাসে বাঙালি রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বাঙালি ছেলে অরিজিৎ এবং মেক্সিকান মেয়ে লেসলি। যদিও বাঙালি সমাজে আন্তর্জাতিক বিবাহ অর্থাৎ বাঙালি ছেলের বিদেশি বউ কিংবা বাঙালি মেয়ের বিদেশি বর এখন আর খুব একটা অপরিচিত কিছু নয়, তবে বিয়ের জন্য এক দেশ থেকে অন্য দেশে ছুটে আসা সত্যিই বিরল ঘটনা। কিন্তু লকডাউনে প্রেম এতটাও সহজ ছিল না, কারণ দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক উড়ান পরিষেবা, কিন্তু তাতেও সঙ্গ ছাড়েনি একে ওপরের। অবশেষে বর্তমানে পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে, তার পরেই সুদূর মেক্সিকো থেকে সোজা কলকাতায়। গত ১৯শে জুন রেজিস্ট্রিও হয়ে গিয়েছে দুই জনের, এখন শুধু অপেক্ষা ৫ই জুলাই আনুষ্ঠানিক বিয়ের। বালির সাহেব বাগানের ভট্টাচার্য পরিবারে এখন সাজসাজ রব, খুশি দুই পরিবারই। অরিজিৎ এর বাবা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী, তিনি জানিয়েছেন, “ লেসলি খুব প্রাণোচ্ছল মেয়ে, আমাদের সাথে কথা বলার জন্য বাংলা এবং ইংরেজি শিখতে শুরু করেছে সে”, খুশি ছেলের মা কাকলি দেবী। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জেলা
Related News