গ্রেফতারি পরোয়ানা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ এর বিরুদ্ধে

banner

#Pravati Sangbad Digital Desk :

 সামনেই পঞ্চায়েত ভোট তার আগেই বিরাট ধাক্কা খেল বিজেপি। তবে কোনো রাজনৈতিক কারণে নয় , কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের বিরুদ্ধে সোনার দোকানে চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার জুডিশিয়াল থার্ড কোর্ট। জানা গিয়েছে, বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে ২০০৯ সালের মে মাসে আলিপুরদুয়ার থানা এলাকায় দুজন সোনা ব্যবসায়ীর দোকান ভাঙচুর এবং লুঠপাট করার অভিযোগ আছে। সেই মামলাতেই প্রায় ১৩ বছর পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা
নিশীথ প্রামানিক ২০১৯ সালে সাংসদ হওয়ার পরে ওই মামলাটি বারাসত এমপি আদালতে স্থানান্তরিত করা হয়। পরে নিশিদের অনুরোধে আবার মামলাটি আলিপুরদুয়ারে স্থানান্তরিত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেখানে মামলার শুনানি ছিল। কিন্তু সেখানে নিশীথের কোনও আইনজীবী আদালত কক্ষে উপস্থিত ছিল না বলে জানা গিয়েছে। এর পর জুডিশিয়াল থার্ড কোর্ট নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সরকারি আইনজীবী জানান, নিশীথ এবং আরও অনেকের নাম রয়েছে মামলায়।

নিশীথের নামে দু’টি মামলা দায়ের হয়। গত ১১ নভেম্বর এই মামলায় অন্যান্য অভিযুক্তরা জামিনের আবেদন করেছেন। কিন্তু, নিশীথ প্রামাণিকের হয়ে কেউ আদালতে আবেদন করেননি। তাই আদালত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সরকারি আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদার বলেন, 'ডিসেম্বরের ৭ তারিখে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক।' সরকারি আইনজীবী আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এই মামলার নম্বর জিআর৭৩/০৯। ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৪১১, ৪৫৭, ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, জিআর ১০৪০/০৯-এর আরেকটি মামলাতেও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেখানে ৩৯৭, ৪১১, ৪৬১, ধারায় মামলা দায়ের হয়েছে। নিশীথ কোনও মন্তব্য না করলেও  এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'রাজ্য পুলিশ কতটা নির্লজ্জ হলে ২০০৯ সালের মামলার রায় ২০২২-এ হয়। এর থেকেই স্পষ্ট যে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ওই ধরনের অভিযোগ আনা হয়েছে। যদিও তাতে নিশীথ প্রামাণিকের কিছুই এসে যাবে না।' পৌরসভা ভোটের আগেই নিশীথের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি প্রকাশ্যে আসতেই  তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, “দেশের মানুষকে যাঁর সুরক্ষা দেওয়ার কথা, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধেই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করছে। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কী হতে পারে!” কোচবিহারের রাজনীতিতে নিশীথের প্রধান প্রতিপক্ষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "আমরা তো প্রথম থেকেই বলেছিলাম, নিশীথ প্রামাণিকের মতো এক জন সমাজবিরোধীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আসনে বসানো দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আখেরে আমাদের অভিযোগই মান্যতা পেল।' 

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News