অখিল গিরির মন্তব্যের কারণ চেয়ে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

banner

#Pravati Sangbad Digital Desk:

গত সপ্তাহে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যে ঝর উঠেছিল। এই ঘটনায় তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিক্ষোভ, প্রতিবাদে পথে নেমেছে গেরুয়া শিবির। শুধু কলকাতাতেই নয়, রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে জেলায় জেলায় চলেছিল আন্দোলন। এই ঘটনার মধ্যেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, দল নারী শক্তির পক্ষে। কোনোভাবেই তাঁরা মন্ত্রী অখিল গিরির এই মন্তব্যকে সমর্থন করেন না। সেইসঙ্গে এই ঘটনায় বিজেপির তীব্র নিন্দা করেন কুণাল ঘোষ। সঙ্গে ওঠে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁয়ের প্রসঙ্গও। গত সপ্তাহে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কটাক্ষ করায় রাজ্যের কারা দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে যে মন্তব্য অখিল গিরি করেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিস্তর। সেই ঘটনার পরই অখিল গিরিকে হলফনামা জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট। অখিল গীরিরেই রাষ্ট্রপতিকে নিয়ে এই ধরনের মন্তব্য করার কারণ জানতে হবে হলফনামায়। ১৭ ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক সভায় ভাষণ দেওয়ার সময় অখিল গিরি রাষ্ট্রপতির রূপ নিয়ে মন্তব্য করেছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই বিপাকে পড়েন শাসক দল। একজন মন্ত্রী কীভাবে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে আন্দোলনের ঝড় তোলেন বিরোধীরা। এইঘটনায় দুটি মামলা হয় হাইকোর্টে। বিজেপির পক্ষ থেকে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত একটি মামলা করেন। প্রধান বিচারপতি এদিন নির্দেশ দেন, অখিল গিরির এই মন্তব্যের কারন হলফনামার আকারে জমা দিতে হবে। পাশাপাশি, এই মন্তব্য নিয়ে পুলিশের অনুসন্ধান রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এই মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন অখিল গিরির আইনজীবী। ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ঠিক করা হয়েছে। এই ঘটনায় তোলপাড় রাজ্য। থিতিয়ে পড়তে চলেছে শাসক দলের রাজনীতি। অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, রাষ্ট্রপতি সম্পর্কে এমন মন্তব্য সমর্থন করেন না তিনি। তিনি আরো জানিয়েছেন, দলের তরফ থেকে অখিল গিরিকে সতর্ক করা হয়েছে। এমন মন্তব্য যাতে আর ওঠে সে বিষয়ে সতর্ক করা হয়েছে তাঁকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শাসক দল অখিলের মন্তব্যকে সমর্থন করছে না। অখিল গিরির মতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর সম্পর্কে বহুবার এমন মন্তব্য করেছেন, যার ফলে ক্ষোভের বশে রাষ্ট্রপতি সম্পর্কে এমন মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রপতিকে অপমান করার কোনো মানসিকতা তাঁর ছিল না। 
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Related News