Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

জানেন কি, এনডিএ মনোনীত প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পেছনে আছে এক নেপথ্য কাহিনি!!

banner

#Pravati Sangbad Digital Desk:

 ভারতের রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে বিজেপি তথা এনডিএ এর তরফে আদিবাসী নারী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করা হয়েছে। ২০ জুন ১৯৫৮ খ্রীষ্টাব্দে এক সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মূর্মু। তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বৈদাপোসি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ছিল বীরাঞ্চি নারায়ণ টুডু, পরবর্তীকালে তিনি শ্যাম চরণ মুর্মুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক সময় তিনি শিক্ষিকা হিসাবে সমাজ সেবা করেছেন।তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বৈদাপোসি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ছিল বীরাঞ্চি নারায়ণ টুডু। পরবর্তীকালে তিনি শ্যাম চরণ মুর্মুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক সময় তিনি শিক্ষিকা হিসাবে সমাজ সেবা করেছেন।রাজনীতি জীবনে তিনি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ছিলেন। তিনি কেন্দ্রীয় বাণিজ্য ও পরিবণ মন্ত্রী ও মত্‍স্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। নবীন পট্টনায়কের মন্ত্রিসভাতেও ছিলেন তিনি। । তিনি ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল ছিলেন।
দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পরই বাড়ানো হল তাঁর নিরাপত্তা। এখন থেকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। সামনে বড় চ্যালেঞ্জ। তাই মন্দিরে পুজো দিয়েই নিজের যাত্রা শুরু করলেন ঝাড়খণ্ডের নেত্রী, তবে শুধু পুজো দেওয়াই নয়, ঝাঁটা হাতে ময়ূরভঞ্জের রায়রাংপুরের জগন্নাথ মন্দির চত্বর সাফাই করতেও দেখা গেল রাষ্ট্রপতি পদপ্রার্থীকে।এর আগে ভারতে একজনই মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন, প্রতিভা পাতিল; আগামী দিনে মুর্মু্ কি দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন কি না, তার উত্তর দেবে সময়। কিন্তু এই পদে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরও যে মাটির প্রতি একইরকম টান রয়েছে, তা বুঝিয়ে দিলেন দ্রৌপদী মুর্মু্। 

বস্তুত, বিজেপি এই প্রক্রিয়া গত রাষ্ট্রপতি নির্বাচনেই সফলভাবে পরীক্ষা করে দেখেছ। ২০১৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে যখন দলিত নেতা রামনাথ কোবিন্দকে প্রার্থী করা হয়েছিল, সেই সময় বিজেপি এবং আরএসএস দলিত সম্প্রদায়ের মধ্যে নিজেদের প্রভাব বৃদ্ধির লক্ষ্য নিয়েছিল। কে.আর. নায়ায়ণণের পর, ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হয়েছিলেন কোবিন্দ। ফল মিলেছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং একের পর এক রাজ্যের বিধানসভা নির্বাচনে, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দলিত সম্প্রদায়ের ভোট সফলভাবে নিজেদের পক্ষে আনতে পেরেছিল বিজেপি।
রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মূর্মুর প্রতিপক্ষ যশবন্ত সিনহা। মঙ্গলবারই ১৮টি বিরোধী দলের প্রতিনিধিরা বৈঠকে সহমতের ভিত্তিতে তাঁকে মনোনিত করেছেন। ইতিমধ্যেই তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন যশবন্ত।যশবন্ত সিনহা স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিক। প্রাক্তন এই আমলা দুই দফায় কেন্দ্রের অর্থমন্ত্রী ছিলেন। প্রথমবার চন্দ্রশেখরের মন্ত্রিসভায়। দ্বিতীয়বার অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালে। এছাড়া বাজপেয়ীর মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রকও সামলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর তাঁকে রাজ্যসভার সদস্য করেন। তিনি তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি এবং দলের জাতীয় কর্মসমিতির সদস্য। তবে, অঙ্কের হিসাবে এগিয়ে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মূর্মুই। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News