#Pravati Sangbad Digital Desk:
অবশেষে তীব্র গরমের হাত থেকে মুক্তি পেল দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে সময়ের অনেকটা আগেই বর্ষা ঢুকেছিল, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলেছে বেশ দেরিতেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের দাবি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, ইতিমধ্যেই মৌসুমি বায়ুর আনাগোনা শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। প্রবল রোদে রীতিমতো নাভিশ্বাস উঠে গিয়েছিলো দক্ষিণবঙ্গবাসীর, কিন্তু আপাতত কিছুতা হলেও স্বস্তি মিলেছে। শুক্রবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি শুর হয়েছে, শনিবারেও বৃষ্টি হয়েছে বেশ কিছু জেলায়, যার ফলে রবিবার স্বাভাবিক ভাবেই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণের একাধিক জেলাতে আজ আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, সেই সাথে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই তিস্তা নদী সংলগ্ন এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির কাছাকাছি যা গতকালের তুলনায় ২ ডিগ্রি কম। তবে হাওয়া অফিসের আশঙ্কা এই বছর দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কম প্রভাব ফেলতে পারে বর্ষা, সে ক্ষেত্রে ক্ষরার দেখা মিলতে পারে। তাপমাত্রা কমলেও খুব একটা মিলবে না স্বস্তি, আবহাওয়া থাকবে ভ্যাপসা। অন্যদিকে শুক্রবার এবং শনিবার বৃষ্টির জেরে বাতাসে জলিয়ে বাস্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। তবে পুরোদমে বর্ষার দেখা মিলতে আপাতত কটা দিনের অপেক্ষা করতে হবে বলে দাবি আলিপুর আবহাওয়া দপ্তরের।