Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

বর্ষায় ভিজবে তিলোত্তমা, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গায়!! জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে এসে উপস্থিত হয়েছে বর্ষা। যার জেরে বিভিন্ন জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে,উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে বর্ষা। দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে। তবে উত্তরের তুলনায় দক্ষিণে দাপট বেশ কম। নির্ধারিত সময়ের থেকে দেরিতে বর্ষা ঢুকেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। আগামী পাঁচদিন একই পরিস্থিতি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এর জেরে আরও এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রার পারদ। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
অতিভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। একাধিক জায়গায় নেমেছে ধস। আটকে বহু পর্যটকও। প্রতিটা নদীতেই জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ২১ জুন থেকে কিছুটা হলেও বৃষ্টি কমবে। অন্যদিকে,দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ থাকবে । সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায়। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া এই চার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
মূলত অসম সংলগ্ন পশ্চিমবঙ্গের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট মারাত্মক বেশি ছিল। এর ওপরে যোগ হয় ভুটানের প্রবল বর্ষণ। এর ফলে ডুয়ার্সে সব নদী, বিশেষত পশ্চিম ডুয়ার্সের নদীগুলিতে জল বাড়তে থাকে। প্লাবন দেখা দেয় উত্তরবঙ্গে।

গত কয়েকদিনে ডুয়ার্সের প্রচুর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বানভাসি হয়ে পড়েন অসংখ্য মানুষ। আলিপুরদুয়ার, কোচবিহারের মতো শহরেও একাধিক ওয়ার্ড জলের তলায় চলে যায়। কোথাও কোথাও নৌকাও চলতে শুরু করে। সব থেকে ভয়াবহ অবস্থা ছিল জয়ন্তীর। এখানে নদী বাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করে।তবে আপাতত বৃষ্টি কমার ইঙ্গিত মেলায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন সাধারণ মানুষ। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই।
আজ শহরে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে । আগামী কয়েকদিনে সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ায়। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে চলেছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News