সিবিআইয়ের থেকে সিট ভালো কাজ করে বলে মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

banner

#Pravati Sangbad Digital Desk:

এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই-এর উপর ভরসা করেছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআই-এর তদন্তে তিনি 'আশাহত'।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি প্রকৃতি নিয়ে হতাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তাঁর এজলাসে আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়ের সঙ্গে কথোপথনে শোনা গেল সেই হতাশার সুর। তাঁর কথা ," ২০২১ সালে প্রথম আমি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেম, কিছুই হল না। কোনও কিছু উদ্ধার করতে পারেনি তারা।" সিবিআই আদৌ কিছু উদ্ধার করতে পারবে কিনা সে নিয়েও সন্দিহান বিচারপতি।
বিগত, কয়েকদিনে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সিট গঠনের প্রস্তাবও নাকচ করেছিলেন। ভরসা রাখতে পারেননি সিআইডির তদন্ত প্রক্রিয়ার উপর।কিন্তু এবার এর সাথে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতির উপর ভরসা হারাচ্ছেন খোদ সেই বিচারপতি। তিনি বলেন ," এই রাজ্যে শিক্ষা ক্ষেত্রের সময় খুব খারাপ। এতগুলো সিবিআই তদন্তের নির্দেশ দিলাম। জানিনা মুখ্যমন্ত্রীর কাছে কোনও বার্তা আদৌ পৌঁছেছে কিনা। " এরপরই হতাশ হয়ে তিনি বলেন ," সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সাত মাস কেটে গেল কিছু হলনা, এই দেশে কিছু বদলাবেনা। আমি সত্যি বেশ উদ্বিগ্ন। আমার তো এখন সন্দেহ হচ্ছে সিবিআই আদৌ কিছু করতে পারবে কিনা ! সিবিআইয়ের ম্যান পাওয়ার নেই। সিটকে তদন্ত ভার দিলেই মনে হয় ভাল হত।
উল্লেখ্য, এরাজ্যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে পাহাড়-প্রামাণ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ই এসএসসি-র দুর্নীতীর তদন্তের ভার দিয়েছেন সিবিআইকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এসএসসি-র তাবড় কর্তাদের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন খোদ বিচারপতি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News