Flash News
Monday, September 22, 2025

পয়গম্বর বিতর্কে নূপুর শর্মার পাশে গৌতম গম্ভীর

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

পয়গম্বর বিতর্কে উত্তাল গোটা দেশ। বিজেপি নেত্রী নূপুর শর্মার নবি বিতর্ক কার্যত আন্দোলনের রুপ নিয়েছে। বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলি ভারতের বিপক্ষে একজোট হয়েছে, আরব ভারতীয় দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সব মিলিয়ে কোন ঠাসা ভারতীয় জনতা পার্টি। পয়গম্বর বিতর্কের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সমস্ত দেশে, এই রাজ্যেও ছড়িয়েছে আন্দোলন, হাওড়া জেলায় গত শুক্রবার রীতিমতো ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারিরা, হাওড়া থেকে মুর্শিদাবাদ চিত্রটা একই রকম। গত শুক্রবার বিক্ষোভের জেরে হাওড়া থেকে বাতিল হয় একাধিক ট্রেন, নবান্নের তরফ থেকে বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট ব্যাবস্থা। যদিও আজ সকাল থেকে স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিষেবা, অন্যদিকে গতকাল নদীয়ার বেথুয়াডহরি রেল স্টেশনে ভাঙচুর চালায় একদল বিক্ষোভকারী। দাঁড়িয়ে থাকা ট্রেনেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া জেলাতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হলেও, এখনও বেশ কিছু এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।

অন্যদিকে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন বিজেপি নেত্রী। কিন্তু তার পরেও কমেনি বিক্ষোভ। শুধু তাই নয় অনবরত চলেছে ফোন করে খুনের হুমকিও। বিজেপি নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী দল গুলিও। তবে এবার পয়গম্বর বিতর্কে নূপুর শর্মার পাশে দাঁড়ালেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তিনি টুইট করে জানিয়েছেন, “বর্তমানে ধর্ম নিরপেক্ষদের চুপ করে থাকা উচিত”, তিনি আরও বলেছেন, “ একজন নারী তার ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন, কিন্তু তার পরেই তাকে হুমকি দেওয়া হচ্ছে, সেই দেখেও চুপ রয়েছেন অনেকে”। শুধু গৌতম গম্ভীর নন, নূপুর শর্মার পক্ষে সমর্থন জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত, অন্যদিকে ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা বলেছেন, “দেশে সত্যি কথা বলতে হলে যদি বিদ্রোহ করতে হয়, তাহলে আমার বিদ্রোহী হতে কোন আপত্তি নেই”। 

Related News