Flash News
Monday, September 22, 2025

আবার ফিরছে সোনার কেল্লা, মুকুলের চরিত্রে এবারও কি কুশল!

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

১৯৭৪ সাল, চলচ্চিত্র জগতের মাইলস্টোন সোনার কেল্লার হাত ধরে আগমন ঘটেছিল কুশল চক্রবর্তীর। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিটি এখনো পর্যন্ত সবার কাছে প্রথম দিনের মতনই নতুন। বাংলা চলচ্চিত্রে গভীর প্রভাব বিস্তার করেছিল ছবিটি আর 'মুকুল' চরিত্রটি। সেই মুকুল থেকেই হাতে খড়ি অভিনেতা কুশল চক্রবর্তীর এবং এই চরিত্রটিতে অভিনয় তাকে সমসাময়িক শিশুশিল্পীদের থেকে আলাদা করেছিল।
কিন্তু আবারও ফিরছে সোনার কেল্লা! তবে কি সেই ছোট্ট মুকুলের হাত ধরে আবারও এই গোলাপি শহর দেখতে চলেছে নতুন করে সোনার কেল্লা? জানা গেছে ঠিক যেমনভাবে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার হাত ধরে শিশুশিল্পী হিসেবে কুশল চক্রবর্তীর প্রথম অভিনয় এর হাতেখড়ি হয়,ঠিক তেমনি এইবারের সোনার কেল্লা দিয়ে তার প্রথম পরিচালনার হাতে খড়ি হবে। প্রায় ৪০ বছর পর "সোনার কেল্লার" ওপর   চলচ্চিত্র পুনর্নির্মিত হতে “সোনার কেল্লার সন্ধানে” নাম নিয়ে। ছবি নিয়ে সেরকম কিছু জানানো হয়নি তবে কুশল চক্রবর্তী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন সন্দীপ রায়ের থেকে অনুমতি নিয়ে তৈরি হচ্ছে এই সিকুয়েল। খুব সম্ভবত শীতকালে শুরু হবে এই ছবির শুটিং।
নতুন আঙ্গিকে তৈরি এই ছবিটিতে দেখা যাবে দুই প্রজন্ম মুকুল এবং তার ছেলেকে। কাজেই বোঝাই  যাচ্ছে সোনার কেল্লার ছোট্ট মুকুলের বয়স বেড়ে সে এখন  পিতার ভূমিকায়। ৯-১০ বছরের বালক হিসেবে মুকুলের ছেলেকে দেখানো হবে এই ছবিতে। কুশল চক্রবর্তী যে নিজেই অভিনয় করছেন মুকুলের চরিত্রে তা নিশ্চিত। তবে ছবির প্রযোজক বা সহ- অভিনেতা কারা হবে সেসব এখনো কিছুই জানা যায়নি। সর্বোপরি ছবির গল্পও এখনো অজানা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News