Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

রাস্তা তৈরিতে নতুন রেকর্ড গড়ল ভারত, গ্রিনেস বুকে উঠলো নাম

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাস্তা নির্মাণে ভারতের নাম উঠলো গিনেসবুকে, জানা গিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যারা ন্যাশনাল হাইওয়ে নির্মাণ করে থাকে, তারা দীর্ঘ ৭৫ কিলোমিটার পথ ৫ দিনের কম সময়ে তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছে, শুধু তাই নয় ভারতের নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। গত ৩-রা জুন সকাল ৭টা থেকে মহারাষ্ট্রের অমরাবতী থেকে রাস্তা তৈরির কাজ শুরু করেছিলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনস্থ রাজপুত ইনফ্রাকন নাম এক বেসরকারি ঠিকাদারি সংস্থা,তার পরেই বিশ্ব রেকর্ড। ৭ই জুন বিকেল ৫টা নাগাদ মহারাষ্ট্রের অমরাবতী থেকে অকোলার মধ্যে দীর্ঘ ৭৫ কিলোমিটার রাস্তা প্রস্তুত হয়ে গিয়েছে,যা দেখে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়িও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
এত কম সময়ে এত বড় রাস্তা তৈরি থেকে হতবাক সকলেই। বেসরকারি ঠিকাদার সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, রাস্তা নির্মাণে মোট ৭২০ জন শ্রমিক একসাথে কাজ করছিলেন এবং সেই সাথে রাস্তা তৈরির কাজ ঠিক ভাবে হচ্ছে কিনা সেই জন্য ছিল এক বিশেষ দল, যারা সকলেই অসাধারণ কাজ করেছেন। ৫৩ নম্বর জাতীয় সড়ক ভারতের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা নিয়ে থাকে, তার কারণ এই রাস্তা ধরেই ভারতের বিভিন্ন অঞ্চলে খনিজ সম্পদ রপ্তানি হয়, সেই সাথে এই ৭৫ কিলোমিটার দীর্ঘ পথ তৈরির ফলে রায়পুর, কোলকাতা, অকোলা, সুরাট, নাগপুরের মতো শহরগুলির সাথে যোগাযোগ আগের থেকে অনেকটাই ভালো হবে বলে আশাবাদী অনেকেই। এর আগে ২০১৯ সালে কাতার রাস্তা তৈরিতে বিশ্ব রেকর্ড তৈরি করেছিলো, তারা ২৫ কিলোমিটার পথ তৈরি করেছিলো ১০ দিনে, কিন্তু মাত্র ৫ দিনে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরির রেকর্ড এই প্রথম, এক কথায় যা অবিশ্বাস্য।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image