#Pravati Sangbad Digital Desk:
চাঁদে পাড়ি দিতে আর যেতে লাগবে না মহাকাশে। দুবাইয়ের মাটিতেই তৈরি হচ্ছে সুবিশাল এক চাঁদ। মুন ওয়ার্ল্ড রিসর্ট ইনকরপোরেশন নামক কানাডার এক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান দ্বারা নির্মাণ হবে এই ‘মুন রিসর্ট’।
জানা গিয়েছে, দূর থেকে চাঁদ দেখতে যেমন ঠিক তেমনি দেখাবে এই রিসর্ট। সেখানে গেলে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতিও পাওয়া যাবে। এছাড়া আতিথেয়তা, বিনোদন, শিক্ষাপ্রযুক্তির নানা আকর্ষণ থাকবে এই রিসর্টে। চাঁদের মতোই রাতে জ্বলজ্বল করবে এই রিসর্ট। প্রসঙ্গত, এই প্রস্তাবিত রির্সটটি ব্যয়বহুল হবে। ডিজাইনটিও হবে অত্যাধুনিক। এর ভেতরে থাকবে কনভেনশন সেন্টার, রেস্তোরাঁ, স্পা সেন্টার ইত্যাদি।
অ্যারাবিয়ান বিজনেসের রিপোর্ট অনুযায়ী, 'দুবাইয়ের এই ডেস্টিনেশন রিসোর্টের পেছনে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। আগামী ৪ বছরের মধ্যে এর কাজ সম্পূর্ণ হবে। উচ্চতায় এটি প্রায় ৭৩৫ ফুট উঁচু হবে। অর্থাত্ প্রায় ৬০ তলা অট্টালিকার সমান উঁচু।
'মুন ওয়ার্ল্ড রিসোর্ট'র সহ-প্রতিষ্ঠাতা কানাডাভিত্তিক উদ্যোক্তা মাইকেল আর হেনডারসন সংবাদমাধ্যমটিকে বলেন, “পৃথিবীর সব মানুষই এটি পছন্দ করবে। এখানে হাঁটলে মনে হবে যেন চাঁদের বুকে হাঁটছেন।”