এবার কলকাতার মেডিকেল কলেজে ভুয়ো ডাক্তার!

banner

#Pravati Sangbad Digital Desk:

হুবহু ডাক্তারের বেশ, আর এই ডাক্তারের বেশকে কাজে লাগিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে রোগীদের প্রভাবিত করার অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর যুবকের নাম সানোয়ার হোসেন বাড়ি হাওড়ায় এবং বয়স আনুমানিক ২৫ বছর।
জানা গেছে, কয়েকদিন ধরেই চিকিত্‍সকের পোশাকে কলকাতা মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। মাঝে মধ্যেই কথা বলছিলেন রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে। বিষয়টা নজরে পড়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিত্‍সকদের। এরপরই তাঁরা জানতে পারেন, যে সকল রোগীরা হাসপাতালে আসছিলেন বিভিন্ন রকম পরীক্ষা করানোর জন্য, তাঁদের হাসপাতালের বাইরের ল্যাবরেটরি থেকে কম পয়সায় বিভিন্ন ধরনের টেস্ট ও ওষুধ পাইয়ে দেয়ার কথা বলে রোগীদের প্রভাবিত করতেন ওই ব্যক্তি। এদিকে জুনিয়র ডাক্তারদের অভিযোগ ওই যুবকের সঙ্গে হাসপাতালের সম্পর্ক নেই এমনকি  তিনি চিকিত্‍সকও নন। রোগীর পরিজনদের বিভ্রান্ত করে টাকা আদায়ের জন্য তিনি এই বিশেষ ফন্দি এঁটেছিলেন।
এই কথা জানতে পেরে জুনিয়র চিকিত্‍সকরা চেপে ধরেন ওই ব্যক্তিকে। এরপরই বেরিয়ে আসে আসল সত্যি। জানা গেছে, ওই ব্যক্তির সাথে হাসপাতালের কোনো রকম সম্পর্ক নেই। এরপরই পুলিশকে গোটা ঘটনার কথা জানানো হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনার নেপথ্যে রয়েছে দালাল চক্র। তবে কি কারণে ওই ব্যক্তি ডাক্তারের পোশাক ব্যবহার করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কার্যত হাসপাতাল জুড়ে তিনি প্রতারণার ফাঁদ পেতেছিলেন বলে অভিযোগ। নানাভাবে রোগীর পরিজনদের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতেন বলে অভিযোগ।  তবে সরাসরি প্রতারণার পরিবর্তে একাধিক প্যাথলজি সেন্টারের যেগুলোর সঙ্গে ওই ব্যাক্তির যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। তদন্ত চলছে এবং এই যুবক আগেও মেডিক্যাল কলেজে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজও দেখছে পুলিশ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News