বাজলো ষষ্ঠীর ঘণ্টাঃ আজ জামাইষষ্ঠী,এক ঝলকে দেখা উৎসবের বিবর্তন

banner

#Pravati Sangbad Digital Desk:

হিন্দুশাস্ত্র বরাবর প্রাধান্য দিয়ে এসেছে প্রথা, ব্রত , আচার- অনুষ্ঠান পালনের মাধ্যমে ধর্মাচরণ ,ইশ্বর-আরাধনাকে।এই প্রথাগুলি চিরন্তন এবং শাশ্বত। তেমনি এক অনুষ্ঠান জামাইষষ্ঠী ,যা মূলত জামাইয়ের কল্যাণার্থে পালন করা হয়  সেই সঙ্গে কন্যা এবং দৌহিত্র দৌহিত্রী দের জন্যও কারণ এই কল্যাণকামনা অঙ্গাঙ্গীভাবে জড়িত তাঁদের সাথে। এবার হাঁটতে শুরু করা যাক এই  আচারপালনের উৎসস্থলে ,কেমন করে শুরু হল জামাই-আদরের সঙ্গে মা- ষষ্ঠীর যিনি কিনা সন্তান এবং শিশুদের দেবী তাঁর উপাসনার সমতা বিধান,সেই কাহিনী শুরু হোক।
আজ এসেছে নারীপ্রগতি,কিন্তু অতীত ছিল অন্যরকম। শুধু অন্দরমহল,পাকশালা বা সীবন-বুননের কাজই ছিল নারীদের জীবনযাত্রার অবলম্বন এবং অর্থনৈতিক বা সামাজিক পরিচিতির দিক থেকে তাঁরা ছিলেন প্রকৃতপক্ষেই তাঁদের স্বামীদের ওপর নির্ভরশীল। সুতরাং বলা যেতে পারে এই পটভূমিকা থেকেই উঠে আসে  এই ব্রত পালনের নিয়ম। এবার একটু ইতিহাসের সরণি বেয়ে হাঁটা যাকঃ
উদ্ভবঃ কথিত আছে  গ্রীষ্মকালীন অরণ্যষষ্ঠীর এক রূপভেদ আজকের জামাইষষ্ঠী,বহু সংগ্রাম করা এক নারীকে মা ষষ্ঠীদেবী এই ব্রত শেখান এবং তিনি তাঁর কন্যা জামাতা কে নিমন্ত্রণ করে আম-কাঁঠালের ফোঁটা দিয়ে তা সম্পন্ন করেন। সেই থেকে অরণ্যষষ্ঠী রুপ নিল জামাইষষ্ঠীতে।মতান্তরে জ্যৈষ্ঠমাসের কৃষ্ণপক্ষে সাবিত্রীচতুর্দশী তে  ধর্মরাজ যমের আরাধনা (স্বামীর দীর্ঘজীবন কামনায়) কলকাতার বাবু সংস্কৃতির হাত ধরে পরিণত হয়েছিল ‘জামাইষষ্ঠীতে’। তবে তাতে দিন বা উৎসবের আনন্দে  ভাঁটা পড়েনা তখন শ্বশুরকুলের সবাইকে নিয়ে থিয়েটার দেখতে যাওয়া থেকে এখন মাল্টিপ্লেক্স ,এরই নাম বিবর্তন।
এই ব্রত কিন্তু মিলিয়ে দিয়েছে পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক দুই সমাজকেই। শাশুড়ি মায়েদের পাখার বাতাসে,হাতে তেল হলুদ মাখানো সুতোয় তাঁর পুত্রসম জামাতা তৎসহ তার কন্যার জীবন হয়ে উঠুক সুন্দর এটাই কামনা থেকে সবার। উক্ত উৎসব কে শিরোনামে রেখে  তৈরি হয়েছে চলচ্চিত্রও। কবিগুরু ভীত ছিলেন যে বৈদেশিক সংস্কৃতির প্রভাবে না এ দিনটির বিস্মরণ ঘটে। কিন্তু  সেই আশঙ্কা মিথ্যে করে এই কর্পোরেট যুগেও কিছু বদলায়নি। কারন এটা চিরন্তন,চিরকালীন। আজ ২১শে জ্যৈষ্ঠ, জামাইষষ্ঠী উদযাপিত হোক ঘরে ঘরে,মঙ্গলকামনায় ভরে থাক সব জামাইদের জীবন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchismita Dasgupta