শিবলিঙ্গ সব মসজিদেই কেন খুঁজছেন? প্রশ্ন করলেন খোদ আর এস এস প্রধান

banner

#Pravati Sangbad Digital Desk:

জ্ঞানবাপি মসজিদে শিবলিঙ্গ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল উত্তরপ্রদেশ, এরই মধ্যে নাগপুরের এক অনুষ্ঠান থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন আর এস এস প্রধান মোহন ভাগবত। এদিন মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিলেন আর এস এস সুপ্রিমো। এদিন বলেন, “জ্ঞানবাপি মসজিদে আদালতে মামলা চলছে, আজকের কোন সম্প্রদায়ের মানুষই এই ইতিহাস তৈরি করেননি, আমরা ইতিহাস বদলাতে পারবো না। অতীতে বিভিন্ন সময়ে নানা দেশ থেকে ইসলাম ধর্মাবলম্বী শাসকেরা এই দেশে অনুপ্রবেশ করে এখানে শাসন কায়েম করেছেন এবং তাদের শাসনকালে অনেক দেবতার স্থান ধ্বংস করেছেন। কিন্তু সেই বিতর্কে হিন্দুত্ববাদীদের  ইন্ধন জোগানো উচিত নয় বলে জানান ভাগবত। উল্লেখ্য জ্ঞানবাপি মসজিদে হিন্দু দেবতার মূর্তি আছে, তাই সেখানে প্রার্থনা করতে দেওয়া হোক এই দাবি নিয়ে পাঁচ জন হিন্দু মহিলা আদালতের দ্বারস্থ হন। এরপর আদালত মসজিদ চত্বরে ভিডিওগ্রাফি করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলায় হিন্দু পক্ষের আইনজীবী জানান, মসজিদের জলাশয় থেকে একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে। আর এর পরেই হিন্দুত্ববাদীরা দেশের বিভিন্ন প্রসিদ্ধ মসজিদে দেবদেবীর মূর্তি আছে বলে দাবি তোলেন। আর এহেন পরিস্থিতিতে সঙ্ঘ-প্রধানের সংখ্যালঘুদের নিয়ে এই বক্তব্য যথেষ্ট  গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকের একাংশ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Tags: