Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আসছে দার্জিলিং জমজমাট, মুক্তি পেল ছবির ট্রেলার

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

"ফেলুদা" গোয়েন্দা কাহিনী সত্যজিৎ রায়ের এক অমর সৃষ্টি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সোনার কেল্লা হোক কিংবা সব্যসাচী চক্রবর্তীর রয়্যাল বেঙ্গল রহস্য, ফেলুদার প্রেমে বারবার পড়েছে গোটা বাঙালি সমাজ সহ গোটা প্রজন্ম। সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়ের পরে এবার ফেলুদা হিসাবে আমরা দেখতে পেয়েছি টোটা রায়চৌধুরীকে, এর আগেও সৃজিত মুখোপাধ্যায় এর পরিচালনায় আমরা টোটা রায়চৌধুরীকে পেয়েছি ফেলুদার ভূমিকাই, বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছিল তার ফেলুদা ফেরত, এবার আবারও একবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়  মুক্তি পেতে চলেছে দার্জিলিং জমজমাট। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার, যা দেখে মুগ্ধ ফেলুদার ভক্তরা।
আগামী ১৭ই জুন টোটা রায়চৌধুরী অভিনীত দার্জিলিং জমজমাট মুক্তি পেতে চলেছে হইচই ওটিটি মাধ্যমে। জানা গিয়েছে ২০০৭ সাল থেকেই টোটা রায়চৌধুরীকে তার ছবির ফেলুদা হিসাবে ভেবেই রেখেছিলেন, শুধু ছিল সময়ের অপেক্ষা। তার আগেই ফেলুদা সিরিজটিও মুক্তি পেয়েছিল ওটিটি মাধ্যমে, যা নজর কেড়েছিল ফেলুদা প্রেমীদের। বাঙালিদের মধ্যে ফেলুদা বরাবরই একটা আবেগের জায়গায় রয়েছে, তাই ফেলুদা নির্বাচন নিয়ে একটু খুঁতখুঁতে হতেই হয় পরিচালকদের। সত্যজিৎ রায় মারা যাবার পরে আমরা আর সৌমিএ চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসাবে পর্দাই দেখতে পায়নি, যা নিয়ে বাঙ্গালির মনে আক্ষেপ থেকেই গিয়েছে, কিন্তু তার পরে সন্দীপ রায় পরিচালিত ফেলুদা সিরিজ গুলিতে সব্যসাচী চক্রবর্তী নজর কেড়েছিল বাঙালি দর্শকদের, তারপর আবির চট্টোপাধ্যায় বর্তমানে টোটা রায়চৌধুরী।

দার্জিলিং জমজমাটে লালমোহন বাবু ওরফে জটায়ুর ভূমিকাই অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে এবং তোপসে হিসাবে দেখা যাবে কল্পন মিত্রকে, সব মিলিয়ে এখন দেখার বিষয় নতুন ফেলুদা বাঙ্গালির আবেগকে কতটা প্রশ্রয় দিতে পারে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র
Related News