টেলিভিশন অ্যাঙ্কারদের মুখ ঢেকে আসতে হবে লাইভে!

banner

journalist Name : নিজস্ব সংবাদ দাতা

#Pravati Sangbad Digital Desk:

কুসংস্কারের চাদরে মোড়া তালিবান থেকে গেলো তালিবানেই। আফগানিস্তানে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন, তালেবান তাদের কুসংস্কার এবং নারীর প্রতি সহিংসতার জন্য আন্তর্জাতিকভাবে কুখ্যাত হয়ে ওঠেছিলো। গত বছর, নারীদের ওপর বিধিনিষেধ কার্যত তুলে নেওয়া হবে বলে জানিয়ে ছিলেন তালেবান শাসকরা। কিন্তু চলতি মাসের শুরুর দিকে, মহিলাদের পোশাক, শিক্ষা নিয়ে একাধিক বিধিনিষেধ পুনরায় জুড়ে দেয় তালিবান।
আবার এই বৃহস্পতিবার টোলো নিউজের টুইটে জানা গেছে, আফগানিস্তানের টেলিভিশন অ্যাঙ্কারদের হিজাব পরে ক্যামেরার সামনে লাইভে আসার নির্দেশ জারি করেছে তালিবানরা। শুধু টেলিভিশন না তথ্য ও সংস্কৃতি সকল দফতরের জন্য একই নির্দেশ জারি করা হয়ছে বললে জানা গেছে। এই নির্দেশকে কেন্দ্র করে অসন্তোষ জনক পরিস্থিতির সৃষ্টি হয়ছে একাধিক গণমাধ্যমে। নতুন এই নিয়ম ২১মে থেকে কার্যকর হবে বলে জানা গেছে। কিন্তু এই নির্দেশের পরই অনেক অ্যাঙ্কারদের মুখ ঢেকে ক্যামেরার সামনে লাইভে আসতেও দেখা গিয়েছে।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News