Flash News
  1. বেআইনি নির্মাণে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না, কড়া নির্দেশ কোর্টের
Wednesday, December 10, 2025

বেআইনি নির্মাণে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না, কড়া নির্দেশ কোর্টের

banner

journalist Name : Priyashree khangar

#Pravati Sangbad Digital:

সম্প্রতি পূর্ব কলকাতা জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের (Illegal Construction) বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি সিনহা। একইসঙ্গে বিচারপতির আরও নির্দেশ, জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগ নম্বর কর্তৃপক্ষের ওয়েবসাইটে এবং সংবাদপত্রে প্রকাশ করতে হবে। পাশাপাশি জলাভূমি এলাকায় যে সব জমিতে নির্মাণের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত জমির দাগ এবং নম্বরগুলি পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের ওয়েবসাইটে দিতে হবে বলেও জানিয়েছে হাই কোর্ট। শুধু তাই নয়, এই সংক্রান্ত তথ্য ইংরেজি ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে বলেও নির্দেশ।

নতুন কোনও বেআইনি নির্মাণের (Illegal Construction) ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না। জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া কলকাতা হাই কোর্ট (Calcutta Hight Court)। সম্প্রতি পূর্ব কলকাতা জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের বিরোধিতা করে মামলা দায়ের হয় হাই কোর্টে। সেই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ, নতুন কোনও বেআইনি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না। এমনকী ২০০৬ সালের জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ কর্তৃপক্ষ করতে পারবে বলেও নির্দেশ আদালতের।

এই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বেআইনি নির্মাণ নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা বিস্তারিত জানাতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার ফের শুনানি। সেদিনই এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ।


বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তৈরি বাড়ি বা ‘রেডি টু মুভ’ ফ্ল্যাটের ক্ষেত্রে সিসি কিংবা ওসি না দেখে ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান ঋণ অনুমোদন করতে পারবে না।  

ওই রায়ে শীর্ষ আদালত এও জানিয়েছে, সিসি না থাকলে জল, বিদ্যুৎ, নিকাশি সংযোগ দেওয়া যাবে না। ব্যবসার জন্য লাইসেন্সের ক্ষেত্রেও এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। 

নিষিদ্ধ বহুবিবাহ! না মানলে ৭ বছরের জেল

সূত্রের খবর, শহরে বেআইনি নির্মাণ ঠেকাতে সুপ্রিম কোর্টের ওই নির্দেশকেই হাতিয়ার করতে চলেছে কলকাতা পুরসভা। 

পুরসভা সূত্রে খবর, সিসির আবেদন করা হয়েছে, এই দোহাই দিয়ে বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের সময় অস্থায়ীভাবে যে জল, নিকাশি কিংবা বিদ্যুতের সংযোগ নেওয়া হয়, পরে সেই সংযোগগুলি অনেকেই সারেন্ডার করে না।

কারণ, বহুক্ষেত্রে দেখা যায় প্ল্যানের সঠিক অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ফ্ল্যাট। এক্ষেত্রে তো সিসি পাওয়ার কথা নয়। ফলে অস্থা্য়ী সংযোগেই দিনের পর দিন চলতে থাকে জল, নিকাশি কিংবা বিদ্যুতের সংযোগ। কিছু ক্ষেত্রে আবার ঠিকাদারদের সঙ্গে পুরসভার একাংশ কর্মীর যোগসাজসের অভিযোগও সামনে আসে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্মাণ অপরাধ আইন কলকাতা রাজ্য
Related News