অফিসে কাজের মাঝেও কিভাবে কমাবেন চাপ

banner

#Pravati Sangbad Digital Desk:

কর্মস্থলে মানসিক চিন্তা এখন সবারই অনেক বেশি। যা আমাদের মানসিক স্বাস্থ্যকে ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত করে। অতিরিক্ত কাজের চাপের ফলে ডিপ্রেশনে পর্যন্ত চলে যেতে পারে। কিভাবে কমাবেন এই চাপ মানসিক চিন্তা তা জেনে নেওয়া খুব প্রয়োজনীয়। অধিক আগ্রহের কারণেই কর্মস্থলে অনেকসময় প্যানিক অ্যাটাক আসতে পারে তাই অতিরিক্ত উদ্বেগের সময় এক গ্লাস জল পান করতে পারেন। এই জল অনেকটা স্বস্তি দেবে আপনাকে। একটানা কাজ করলে মাথার ওপর চাপ পড়ে একটানা অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ না করে মাঝে মাঝে বিরতি নেওয়ার দরকার। যেমন কাজের ফাঁকে মাঝে মাঝেই করিডোর কিংবা বাইরে থেকে হেঁটে আসলে খুব ভালো হয়। এছাড়াও যেটাই সবথেকে বেশি উপকারী তা দেয় তাহল মেডিটেশন। কাজের ফাঁকে মেডিটেশন করলে অনেক সময় রিলিফ পাওয়া যায়। আমাদের রোজকার ডায়েটও আমাদের মানসিক স্বাস্থ্যের উপর অনেক প্রভাব ফেলে। যেমন টিফিনে সব সময় হালকা খাবার খেতে হবে যা আমাদের উপর চাপ সৃষ্টি করবেনা।  সবথেকে প্রয়োজনীয় তাহলো পর্যাপ্ত ঘুম। সারাদিন কাজের পর যদি রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে পরের দিন শরীর ক্লান্ত থাকে এবং কাজের ব্যাঘাত ঘটে। আমেরিকান সাইকোলোজিক্যাল এ্যাসোসিয়েশনের মতে সারাদিনে একটি মানুষ নানা কারণেই মানসিক চাপ অনুভব করতে পারে তাই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এই কয়েকটি বিষয় মাথায় রাখা খুব জরুরী।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News