#Pravati Sangbad Digital Desk:
যে সমস্ত ট্রাফিক পুলিশকর্মী রাতে ডিউটি করবেন তারা এখন থেকে ' সাইড আর্মস ' ব্যবহার করতে পারবেন। এমনই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। ডিউটি করার সময় একজন পুলিশ কর্মীর কাছে সাইড আর্মস থাকলে মনোবল অনেকখানি বেড়ে যায়। তাছাড়া অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবেন রাতে কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট। আগে লোকাল থানাকে খবর দিয়ে ফোর্স চাইতে হতো। তাতে দেরি হতো।প্রসঙ্গত বহু বছর আগে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্টরা আর্মস ব্যবহার করতেন। তবে তা ছিল দিনের বেলা যে প্রথা বন্ধ হয়েছে বহুকাল। এবার রাতে নিরাপত্তার খাতিরে সার্জেন্টদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন কলকাতা পুলিশ কমিশনার। তাই ,লালবাজার এর তরফ থেকে এই মর্মে নির্দেশিকা প্রতিটি ট্রাফিক গার্ডে ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত ট্রাফিক সার্জেন্ট রাতের ডিউটি করবেন তারা তাদের ট্রাফিক গার্ডের নিকটতম পুলিশ স্টেশন থেকে তাদের সেই আর্মস সংগ্রহ করবেন, এবং ডিউটি শেষ হয়ে যাবার পর তা আবার সেই সংশ্লিষ্ট পুলিশ স্টেশনেই জমা করতে হবে।ইদানিং সময় শহরে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে এবং তার জন্যই এই নির্দেশিকা এমনই খবর সূত্র মারফত।লালবাজার সূত্রে খবর,বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 'ট্র্যাফিক সার্জেন্টরা এবার থেকে রাতের কলকাতার ডিউটিতে থাকবেন। একইসঙ্গে তাঁরা একপাশে রাখতে পারবেন বন্দুক যেগুলি সংগ্রহ করতে হবে লোকাল থানা থেকে। থানার ওসি এবং ট্র্যাফিক গার্ডকে এই কাজ করা নিশ্চিত করতে হবে।'