Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

হঠাৎই অবসর ঘোষণা করলেন টেনিস-প্লেয়ার অ্যাশলে বার্টি

banner

journalist Name : Avijit Das

#Prabhati Sangbad Digital Desk:

বয়স মাত্র ২৫। গেল জানুয়ারিতে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। শুধু তাই নয় বর্তমান সময়েও রয়েছেন দারুণ ছন্দে। আছেন নারীদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও। সেই  অ্যাশলে বার্টি টেনিসকে গুড়বাই বলে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের অবসরের কথা জানিয়েছেন বার্টি। যদিও অবসরের কোনো নির্দিষ্ট কারণ জানাননি তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সবকিছু পরিষ্কার করার ইঙ্গিত দিয়েছেন।বিশ্বের অন্যতম সেরা এই মহিলা টেনিস তারকা বুধবার সকালে নিজেই অবসরের কথা সকলকে জানান। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বলেন, "দিনটি আমার জন্য খুবই কঠিন, আর আবেগে ভরা। কারণ, আমি টেনিস থেকে অবসর নিতে চলেছি। আমি একেবারেই বুঝতে পারছিলাম না যে কীভাবে আপনাদের এই খবরটা জানাব। তবে এই খেলা আমাকে যা দিয়েছে তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং গর্বিত। নিজেকে পরিপূর্ণ বোধ করছি। যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের সঙ্গে আমার যা স্মৃতি তৈরি হয়েছে সেগুলির জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। বাকি কথা আগামীকাল প্রেস কনফারেন্সে বলব।" 

এ বছরের শুরুতে ক্রিস ও’নিলের পর প্রথম অস্ট্রেলীয় হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। মেয়েদের টেনিসে বার্টি-যুগের সূচনা নিয়ে কথা শুরু হয়ে গেল। কিন্তু মাস দেড়েক পরই সবাইকে চমকে দিয়ে টেনিস ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন বার্টি। মাত্র ২৫ বছর বয়সে টেনিসকে বিদায় বলতে গিয়ে বার্টি সেদিন বলেছিলেন, "আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন অন্য স্বপ্নপূরণের পথে হাঁটতে চাই। "বার্টির ঘোষণায় স্তম্ভিত হয়ে গিয়েছিল টেনিস-বিশ্ব। ক্রিকেটের পুরনো সতীর্থদের অনেকেই আবার বার্টিকে ফিরে পাওয়ার আশা করতে শুরু করলেন। কিন্তু বার্টি সরাসরি কিছু বলেননি। বলেননি বলেই রহস্যটা আরও বেড়েছিল। কী স্বপ্ন পূরণ করতে চাইছেন অস্ট্রেলীয় তারকা? সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল অবসর ঘোষণার সপ্তাহ দুয়েক পরে। নাহ্‌, এবার আর কোনো খেলাধুলা নয়, লেখালেখিতে নাম লিখিয়েছেন বার্টি। সিরিজ গল্প লিখছেন শিশুদের জন্য। বইয়ের নামধাম ও প্রকাশের সময়ও ঠিক হয়ে গেছে। বইয়ের নাম ‘লিটল অ্যাশ’। নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে ছয় খণ্ডের বই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজকর্পের সঙ্গে আলাপচারিতায় গতকাল রোববার বার্টি জানিয়েছেন, বিখ্যাত প্রকাশনা সংস্থা হারপারকলিন্স থেকে আগামী জুলাইয়ে বের হবে বইয়ের প্রথম পর্ব।
খেলা থেকে লেখালেখির জগতে ঢুকে রীতিমতো রোমাঞ্চিত বার্টি। জানালেন, এমন কিছু করার স্বপ্ন সারা জীবনই দেখে এসেছেন তিনি, ‘এই প্রকল্পটা যে কী মজার! আমি সব সময়ই এমন কিছু করতে চেয়েছি।’২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২১-এ উইম্বলডন শিরোপা জেতেন বার্টি। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তো নিজেকে নিয়ে যান ইতিহাসে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image