" বাবা-কাকারা একটা সময় বলতো-এলো গেলো প্লেয়ার!"

banner

#Pravati Sangbad Digital Desk:

বীরুকে নিয়ে লেখার আগে জয়ের একটি লেখা থেকে সামান্য অংশ তুলে দিই শুরুতেই-
" সেওয়াগের গ্রিপ বদলাতে বললেন গুরু গ্রেগ। ব্যাড প্যাচ কার না আসে? বীরুরও এসেছে। তাই গুরুর মত-গ্রিপ বদলাও। এরপর ২০০৭-এর জানুয়ারীতে টেস্ট টিম থেকে বীরু ছাঁটাই..... বাদ গেলেন। মুষড়ে পড়লেন। আগের কোচ অখ্যাত এ.এন শর্মার কাছে যেতে শর্মা পুরোনো ও নিজের স্বভাবগত গ্রিপে ফেরত আনলেন বীরুকে। আঞ্চলিক খেলায় আবার বীরু স্বমহিমায় জ্বলন্ত। ২০০৮-এ টেস্ট টিমে ফিরলেন, ততদিনে গ্রেগ বিদায় ঘটে গেছে। ফিরে এসে বীরু করলেন আরও ১১ টি সেঞ্চুরি। একটি ২০১, একটি ২৯৩ এবং হ্যাঁ, একটি ৩১৯-ও রইল তার মধ্যে..."
জয় গোস্বামীর এরপরে আরও দুটো কথা বলেছিলেন, সে প্রসঙ্গে আসব একেবারে শেষে। একজন কবি, যিনি চিন্তার সন্তান প্রসবের কথা লিখছেন অবলীলায়, যিনি পিরানদেল্লোর নাটক নিয়ে লিখছেন, শেক্সপীয়রের দর্শন নিয়ে লিখছেন- এই কাঠামোয় দ্রাবিড় আসতে পারেন, সচিনও হয়ত এসে যাবেন। ক্রিকেট নিয়ে যে সাহিত্যের মহলনির্মাণ সেখানে দ্রাবিড় বা সচিনকে যেন আজন্ম বিনাশ্রমে প্রবেশাধিকার দিয়েছে আর্বানিটি, কিন্তু সেওয়াগ? যে লোকটা ব্যাট করতে এলেই বাবা-কাকারা একটা সময় বলত- " এলো গেলো প্লেয়ার! "- বাঙালি যে চেনা ফ্রন্টফুটের বাইরে একটা উদ্ভট কিছুকে গিলতে গিয়ে এক গেলাস জল বেশি খেত- তাকে নিয়ে এতকিছু কেন লিখছেন জয়?
 
" In my wildest of dreams, I didn't think they would score this quickly. It was all because of one man..."- কে বললেন? দক্ষিণ আফ্রিকা কোচ মিকি আর্থার। ভারত চেন্নাই টেস্টে একদিনে তুলল ৩৮৬ রান, বীরু একাই তুলেছিলেন ২৭৮ বলে ৩০০! - It was all because of one man!
ক্রিকেট নিয়ে যে ধারণা সাধারণ জনতার সেখানে বীরু ফিট করছেন না। স্বয়ং গুরু গ্রেগ বলেছেন বয়স বাড়লে হ্যান্ড আই কো-অর্ডিনেশন কমবে, তাই গ্রিপ ওপরে তোলো, পা এগোনো অভ্যাস করো। সকলের ক্ষেত্রে এক ব্যাকরণ খাটে না। গ্রেগ বোঝেন নি হয়ত। বীরুও শোনেন নি৷ কারণটা খুঁজতে খুঁজতে ফিরে যাচ্ছিলাম বীরুর একেবারে কেরিয়ারের গোড়ায়। ১৯৯৯ সালে ডেবিউ ম্যাচে বীরুর সামনে শোয়েব আখতার৷ গতি দানব। ফার্স্টক্লাসে যে গতি বীরু খেলে অভ্যস্ত শোয়েব যেন ধুলো করে দিলেন সেসবকিছু, চোখ আর হাতের কো-অর্ডিনেশনে বলের ড্রপ দেখে আগেই পিক করে ফেলতে হয় লেংথ, এখানেই মার খেলেন বীরু, ১ রানে আউট। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Related News