তাহলে কী সত্যি দেশে করোনার চতুর্থ ঢেউ আসছে!!

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ বাড়লো দু 'হাজারের গন্ডি পার করলো। গতকাল যা ছিল আড়াই হাজারের কম। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৪২ জন। যদিও মৃত্যু হারে রাশ টানা গিয়েছে এখনও। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা কোপে প্রাণ হারিয়েছে ৫৪ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে টিকাকরণে ভরসা রাখছে সরকার। 
দিল্লিতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।ফলে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। তবে এর মধ্যেও খোলা স্কুল। তাই পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে জারি হয়েছে নয়া গাইডলাইন। নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়া করোনা পজিটিভ হলে স্কুলে পাঠানো যাবে না। ক্লাসে অন্যের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া যাবে না। ভিড় এড়াতে স্কুলে প্রবেশ ও বাহির পথ ভিন্ন করতে হবে। এমনই একগুচ্ছ নিয়ম মেনে স্কুলে ক্লাস করতে হবে বলে নির্দেশ। জুনেই আছড়ে পড়তে চলেছে কোভিডের চতুর্থ ঢেউ, তা নিয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞ থেকে চিকিত্‍সক মহল। দেশের উর্ধ্বমুখী সংক্রমণের মাঝে সবচেয়ে বেশি চিন্তা দিল্লির কোভিড পরিস্থিতি নিয়ে। 

প্রসঙ্গত উল্লেখ্য একটানা ৩ দিন দেশে ২ হাজারের সংখ্যা পেরোচ্ছে সংক্রমণ তাহলে এতেই কি চতুর্থ ঢেউয়ের আভাস দিচ্ছে চিকিৎসকরা ? চিকিত্‍সকদের মতে, প্রত্যেকবারই করোনা থাবা বসিয়েছে, অসতর্কতার জন্য এবং এখনও বহু মানুষের মধ্যে ঠিক সেরকমই সর্তকতা দেখা যাচ্ছে তাই এখনই সতর্ক না হলে, বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News