এবার ঘর থেকেই করুন প্রতিভার বহিঃপ্রকাশ

banner

#Pravati Sangbad Digital Desk:

সারাবছরের সমস্ত গ্লানি মুছে দিয়ে পাওয়া না পাওয়ার হিসাব চুকিয়ে প্রতিবছর আসে পহেলা বৈশাখ। এই দিনটিই বাংলার নববর্ষ নামে পরিচিত। নতুন বছরের এই দিনটি বাঙালি জাতির প্রাণে এক আনন্দ ধারা বইয়ে দেয়। নববর্ষের আগমনে দেশের সর্বত্রই বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। সকল বাঙালি এই উৎসব পালন করে থাকে। বাঙালির জাতিসত্তা বিনির্মাণে এবং স্বাধীনতা অর্জনে নববর্ষের তাৎপর্য ভুমিকা রয়েছে। সম্রাট আকবরের সময় বাংলা সনের গণনা শুরু হয় বলে ধারণা করা হয়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বিশেষ গুরুত্ব দিয়ে নববর্ষ পালন করায় সে আয়োজন দেশময় ছড়িয়ে পড়ে। বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক আন্দোলনের একটি বিশেষ উপাদান। এই উৎসব বাঙালির মিলনমেলার এক সেতুবন্ধন তৈরি করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, “এসো হে বৈশাখ এসো এসো……”
এই বছরের ১৪২৯সাল আগমন জানাতে “প্রভাতী সংবাদ”এর পক্ষ থেকে সারা বাংলা জুড়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে। এটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে। 
প্রতিযোগিতার বিষয়-
## সংগীত
## নৃত্য
## অঙ্কন
## আবৃতি
বিভাগ-
ক. প্রাথমিক (প্রথম-চতুর্থ শ্রেণী)
খ. উচ্চ প্রাথমিক (পঞ্চম-অষ্টম শ্রেণী)  
গ. উচ্চ বিদ্যালয় (নবম-দ্বাদশ শ্রেণী)
ঘ. সার্বজনীন (১৮ বছরের উর্ধ্বে পুরুষ-মহিলা সকলে)
# প্রতিটি বিভাগে তিনটি করে পুরস্কার থাকছে 
# নির্বাচক মন্ডলীদ্বারা নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও মানপত্র অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে৷ 
# নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ভিডিও প্রকাশিত হবে আমাদের ওয়েভ পোর্টাল/ব্লগ/ নিউজ পোর্টাল/সোশ্যাল মিডিয়া এবং ওয়েভ সাইডে৷ 
ভিডিও রেকর্ডিং এর নিয়মাবলী
# ভিডিও রেকর্ডিং করার সময় পর্যাপ্ত আলো থাকতে হবে৷
# সাইড নয়েজ/সাইড টকিং/ফ্যান চালানো যাবে না৷
# ভিডিও রেকর্ডিং করার সময় মোবাইলটা আড়াআড়ি ভাবে ধরে ভিডিও রেকর্ডিং করতে হবে৷ (ভিডিও রেকর্ডিং এর সময় যেন কোনো প্রকার Call/SMS না আসে, সেইজন্য মোবাইলটি flight modeএ করে নেবেন৷) 
# রেকর্ডিং এর শুরুতে প্রতিযোগিতারা তাঁদের নিজের পরিচয় দেবেন- নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ক্লাস, নিজের বর্তমান ঠিকানা, প্রতিযোগিতার বিষয় উল্লেখ করবেন৷ 
### ভিডিও রেকর্ডিং বা স্টিল ছবি তোলার সময় - মোবাইলটি অবশ্যই আড়াআড়ি ভাবে রেখে ছবি বা ভিডিও রেকর্ডিং করতে হবে৷
** যাদের নাম চূড়ান্ত তালিকায়/Final list থাকবে, সেই সকল যোগ্যতা অর্জনকারী প্রতিযোগীকে মানপত্র দেওয়া হবে৷ 
Registration 
কোনো Entry Fee নেই, নাম Registration করতে হবে এখানে  Registration Form 
অনুষ্ঠান শুরু হবে ১৪ই এপ্রিল, ১লা বৈশাখ এবং শেষ হবে ৯ই মে, ২৫শে বৈশাখ, তাই Registration এবং ভিডিও পাঠানোর শেষ তারিখ ২৪শে বৈশাখ অর্থাৎ ৮ই মে।
Whats app - 8013310301
প্রয়োজনে ফোন করতে পারেন,আমাদের সহ-সম্পাদক এবং এই অনুষ্ঠানের সঞ্চালক স্বর্ণালী পাল এবং অদিতি সরকার (৮০১৩৩১০৩০১/৮৫৮২৯৭০৯৯৩)
** যাদের নাম চূড়ান্ত তালিকায়/Final list থাকবে, সেই সকল যোগ্যতা অর্জনকারী প্রতিযোগীকে মানপত্র দেওয়া হবে৷ 
   (যাদের ভিডিও নির্বাচিত হবে, তাঁদের নাম থাকবে চূড়ান্ত তালিকায়/Final list) 
 নববর্ষ বরণ ১৪২৯
Organized by Prativa Social Welfare Society (NGO). 
Baghajatin, Kolkata - 700086
Whats app - 8013310301
Media Partner: Pravati Sanbad
Co- Sponsored : www.abasanSangbad.in

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aditi sarker

Tags:

Related News