শুরু হয়ে গেল এনটিপিসি এর নিয়োগ প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন জেনে নিন এক ঝলকে

banner

#Pravati Sangbad Digital Desk:

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) প্রতিবারের মতো এবারও শুরু করে দিলো নিয়োগ প্রক্রিয়া। 
তবে এবারে সামান্য বেড়েছে পদের সংখ্যা । গতবারের থেকে এবারে ৪০টি পদে হবে নিয়োগ প্রক্রিয়া। শুধুমাত্র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিয়োগপত্র প্রকাশিত করেছে নিয়ামক এই সংস্থাটি। আগ্রহীরা অনলাইনে এনটিপিসি-এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তবে এবারে আবেদন করার শেষ তারিখ হলো ১০ই মার্চ, ২০২২। তারপরেই আবেদনপত্রের ফর্ম ক্লোজ করে দেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে।
ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে শুরু হওয়া এই রিক্রুটমেন্টের জন্য কি কি লাগছে তা দেখে নেওয়া যাক এক ঝলকে -
●টোটাল পদসংখ্যা - ৪০ 
●শিক্ষাগত যোগ্যতা :- প্রত্যেক আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যায় স্নাতক হওয়া বাঞ্ছনীয় এবং ৬৫ শতাংশ মার্কস থাকা বাধ্যতামূলক ।
● কিভাবে আবেদন করবেন :- আবেদনকারীরা সরাসরি এনটিপিসি-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in থেকে careers অপশনে গিয়ে আবেদন করতে পারেন নতুবা careers.ntpc.co.in থেকেও সরাসরি আবেদন করতে পারবেন।

● সিলেকশন পদ্ধতি :- নির্বাচিত আবেদনকারীরা গ্র্যাজুয়েট অ্যাপটিউড টেস্টে অবশ্যই বসতে হবে। এই পরীক্ষার পরিসংখ্যানের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি হবে এবং এরপর শুরু হবে  ট্রেনিং প্রোগ্রাম। তারপরই নির্বাচিতরা ট্রেনিং শেষে সফলভাবে সংস্থার সাথে যুক্ত হতে পারবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News