নারী-পুরুষের সর্বত্র সমতা বজায় থাকলেই নারী দিবসের সার্থকতা

banner

#Pravati Sangbad Digital Desk:

নারী দিবস, প্রতিটি নারীর কাছেই এই দিনটি সমান গুরুত্বপূর্ণ। প্রতি বছর ৮ই মার্চ দিনটি পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে। সারা বিশ্বের নারীরা এক একটি বিশেষ উপলক্ষ নিয়ে পালন করেন এই দিনটি। ৮ই মার্চ ২০২২, অর্থাৎ এবছর নারী দিবসের থিম “ব্রেক অফ বায়াস” অর্থাৎ সমস্ত পক্ষপাতিত্ব, নিয়ম ভেঙ্গে দিয়ে নারী পুরুষ সমান অধিকারের বার্তা ছড়িয়ে দেওয়াই হচ্ছে এই বছরের প্রধান উদ্দেশ্য। 
আমরা সবাই জানি এই দিনটি পালনের পেছনে আছে একটি বড় ইতিহাস, রয়েছে নারী শ্রমিক অধিকার আদায়ের লড়াই। ১৮৫৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সুতা কারখানার নারী শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন অমানবিক পরিবেশের কাজের বিরুদ্ধে। সেই মিছিলে চলে সরকারী লেঠেলদের চরম অত্যাচার। সব কিছু উপেক্ষা করে কাজ আর সম মানের বেতনের বিরুদ্ধে চলতে থাকে বনধ। 
১৯১০ সাল, কেপেনহেগেনের উদ্যোগের পর, ১৯শে মার্চ অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি প্রথমবারের মতো পালন করে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের কাজের অধিকার, যোগ্য বেতন এবং তাদের বৈষম্যের অবসানের জন্য প্রতিবাদে নামেন লক্ষ লক্ষ মানুষ। সেই দেখে রাশিয়ান মহিলারাও ২৮শে ফেব্রুয়ারি  “রুটি শান্তির”র দাবিতে পালন করেন আন্তর্জাতিক নারী দিবস এবং বিরোধিতা করেন প্রথম বিশ্বযুদ্ধের। চুপ থাকেন না ইউরোপিয়ান নারীরা। ১৭ টি দেশ থেকে ১০০ জন নারী যোগদান করে এই প্রতিনিধিত্বে। ৮ই মার্চ বিশাল মিছিলে নামেন সমস্ত কার্যক্রমকে সমর্থন করে। অবশেষে, আনুষ্ঠানিক ভাবে ১৯৭৫ সালে ৮ই মার্চ দিনটিকে “ আন্তর্জাতিক নারী দিবস” হিসাবে স্বীকৃত করা হয়। 

বর্তমানে সারা বিশ্বজুড়ে লিঙ্গ সাম্যের উদ্দ্যেশে কাজের জন্য বিশেষ ভাবে পালন করা হয় দিনটি। মহিলাদের তাদের কাজের জায়গায়, অফিসে সন্মানের সঙ্গে পুরস্কৃত করা হয়। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তাদের নানা কাজের সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয় আজকের দিনটি এবং সেই তালিকায় কম যায়না ভারতও। 
 রক্ত জল করা পরিশ্রম দিয়ে একসময় স্বীকৃতি পেয়েছিল এই দিনটি। ৮ই মার্চ এই দিনটি পেতে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা তাদের সুখ, দুঃখ, সংসার বিসর্জন দিয়েছিলেন। নারীদের প্রতি অবিচার ও বৈষম্যের প্রতিবাদের এক বলিষ্ঠ পদক্ষেপ ছিল এই দিনটি। তাই আমাদের উচিত সন্মানের সঙ্গে প্রতি ৮ই মার্চ এই দিনটির উদযাপন করা। তাই যদি নারীরা তাদের ন্যায্য অধিকার, দাবী, চাহিদা পুরণ করতে পারে তবেই সার্থকতা পাবে এই দিনটি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aankhi Banerjee

Tags: