দুর্দান্ত অভিনয় ও চরিত্রে মগ্ন হওয়ার দক্ষতার জন্য পরিচিত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবার এক সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন। কমেডি হোক কিংবা ভিলেন চরিত্র, সব ক্ষেত্রেই তাঁর অভিনয় দক্ষতা তাঁকে আলাদা করে তুলেছে। এবার Zee5 -এর পর্দায় তাঁকে দেখা যাবে একজন আদর্শবান কাস্টম অফিসারের ভূমিকায়, যার নাম কোস্টাও ফার্নান্ডেজ।
প্রসঙ্গত, নওয়াজউদ্দিন অভিনীত নতুন সিনেমা ‘কোস্টাও’ আগামী ১ মে ওটিটি প্ল্যাটফর্ম Zee5-এ মুক্তি পেতে চলেছে। মুক্তির আগে, ১৭ এপ্রিল প্রকাশিত হয়েছে সিনেমার অফিসিয়াল ট্রেলার। আর সেই ট্রেলারেই বাজিমাত করেছেন অভিনেতা। ১৯৯০-এর দশকের ভারতীয় পটভূমিতে নির্মিত এই সিনেমার কাহিনি ঘিরে আবর্তিত হয়েছে সোনা চোরাচালান, প্রশাসনিক দুর্নীতি এবং একজন সৎ অফিসারের কঠিন লড়াই। ট্রেলারে দেখা যাচ্ছে, ১৫০০ কোটি টাকার সোনা চোরা চালান আটকাতে গিয়ে নিজের দপ্তরেরই ষড়যন্ত্রের শিকার হন কোস্টাও। তাকে ফাঁসানো হয় খুনের মতো মারাত্মক মামলায়। Zee5-এর তরফ থেকে ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে – "একজন প্রকৃত নায়কের গল্প, একজন কাস্টম অফিসার যিনি একাই লড়াই করেছেন অপরাধের অন্ধকার দুনিয়ার সঙ্গে। এটি শুধু লড়াই নয়, নিজের আত্মসম্মানকে রক্ষা করা।"ট্রেলারে দেখা গেছে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো একজন সৎ অফিসারের যন্ত্রণাদায়ক অথচ বীরোচিত সংগ্রাম, যাঁর ব্যক্তিগত জীবন, পরিবার ও পেশাগত সততা একসঙ্গে এক কঠিন পরীক্ষার মুখে পড়ে।ট্রেলার মুক্তির পর থেকেই নওয়াজউদ্দিনের অভিনয় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। এক জন ভক্ত মন্তব্য করেছেন, “পুরনো নওয়াজউদ্দিনকে দেখতে পেলাম। দারুন মজা হবে।” অন্য কেউ লিখেছেন, “দুর্দান্ত”, আবার কেউ বলেছেন, “আমার দেখা সেরা অভিনয়ের মধ্যে একটি হতে চলেছে।‘’ ট্রেলারে সংলাপ ও আবেগপ্রবণ অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে।
ঋতাভরী-সুমিতের মিষ্টি প্রেমের গল্প বাগদান পর্বে: ডিসেম্বরেই বিয়ে, গন্তব্য থাইল্যান্ড
উলেখ্য, সিনেমাটি পরিচালনা করেছেন সেজল শাহ। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে রয়েছেন প্রিয়া বাপত ও কিশোর কুমার জি।ভানুশালী স্টুডিওস লিমিটেড এবং বোম্বে ফেবেলস মোশন পিকচার্স-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।নওয়াজউদ্দিন সিদ্দিকির অনবদ্য অভিনয়গুণ ও গভীর চরিত্রচিত্রণের ক্ষমতা বরাবরের মতো এবারও দর্শকদের আশাহত করবে না বলেই আশা। সমাজের অন্ধকার দিক ও সৎ মানুষের লড়াইয়ের বাস্তবতা ফুটিয়ে তোলার ক্ষেত্রে ‘কোস্টাও’ হতে পারে একটি ব্যতিক্রমী ও মননে গেঁথে যাওয়ার মতো সিনেমা।