Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রসেনজিত চট্টোপাধ্যায় এবার হিন্দি টেলিভিশনে প্রযোজক হিসেবে, নতুন ধারাবাহিকের ঘোষণা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

বাংলা টেলিভিশন জগতের সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায় বহু বছর ধরে ধারাবাহিক প্রযোজনার সঙ্গে জড়িত। তিনি শুধু প্রযোজক হিসেবে কাজ করেন না, তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে চলচ্চিত্রের বিভিন্ন ধারা নিয়েও কাজ করছেন। বর্তমানে বাংলা টেলিভিশনে 'মিত্তিরবাড়ি' ধারাবাহিকের প্রযোজক হিসেবে তাঁর উপস্থিতি সুবিদিত। এবার, প্রসেনজিতের একটি নতুন সাফল্য আসছে হিন্দি টেলিভিশনে, এবং তার সঙ্গে নতুন এক আলোচনার সৃষ্টি হয়েছে। 


প্রসঙ্গত,  প্রসেনজিত এবার হিন্দি টেলিভিশনে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। এই নতুন ধারাবাহিকের নাম **‘কভি নিম নিম কভি শহদ শহদ’**, এবং এতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা আবরার কাজিকে। ইতিমধ্যে বলিউডে এই খবর নিয়ে বেশ চর্চা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকটি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র রিমেক হতে পারে। 'কথা' ছিল বাংলা টেলিভিশনে এক অত্যন্ত সফল ধারাবাহিক, যেখানে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-র অভিনয় দর্শকদের মন জয় করেছিল। টিভি9 বাংলার বায়োস্কোপ অ্যাওয়ার্ডে সেরা জুটির পুরস্কারও জিতেছিলেন এই জুটি।  বাংলায় ‘কথা’-র জনপ্রিয়তা, এর চরিত্রের গভীরতা এবং অসাধারণ গল্পের কারণে এই ধারাবাহিকের হিন্দি রিমেকের প্রতি দর্শকদের আগ্রহ এবং উৎসাহ প্রশংসনীয়। হিন্দি টেলিভিশনে যেখানে একের পর এক নিত্য নতুন ধারাবাহিক আলোচিত হচ্ছে, সেখানে বাংলা ধারাবাহিকগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এবং এই নতুন প্রযোজনার মাধ্যমে বাংলার প্রভাব আরও বিস্তার লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া, প্রসেনজিতের হিন্দি টেলিভিশন প্রযোজনার সাথে অনেক বিখ্যাত বাংলা প্রযোজকও যুক্ত হয়েছেন। যেমন, লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় এর তত্ত্বাবধানে একাধিক হিন্দি ধারাবাহিক সাফল্য পেতে চলেছে। এছাড়া, সুশান্ত দাস এবং অর্ক গঙ্গোপাধ্যায়ও এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রসেনজিতের হিন্দি টেলিভিশন প্রযোজনাও দর্শকদের মধ্যে নতুন এক উত্তেজনা সৃষ্টি করেছে।

বুলেট ট্রেন নির্মাণ প্রকল্পে বড়সড় দুর্ঘটনার কবলে গুজরাত

উলেখ্য,  এই মুহূর্তে, প্রসেনজিত তার কাজের মাধ্যমে ‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ছবিতে অসাধারণ কাজ করে প্রশংসা পেয়েছেন। এই সাফল্যের পাশাপাশি, তাঁর টেলিভিশন প্রযোজনা কাজের দিকে দর্শকদের আগ্রহও বাড়ছে। তাঁর শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন, এবং সবার আশা, তাঁর প্রযোজনায় এই নতুন ধারাবাহিকটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে।তবে, এই নতুন হিন্দি ধারাবাহিকের বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তাই ‘কথা’ ধারাবাহিকের হিন্দি রিমেক কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। যতটা সময় যাবে, ততটাই অপেক্ষা করতে হবে প্রযোজনা সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত। এখন অপেক্ষা শুধুমাত্র সেই ঘোষণার, যে ঘোষণাটি নিশ্চিত করবে যে, বাংলার জনপ্রিয় ধারাবাহিকের হিন্দি রিমেক আসলে পর্দায় কেমন প্রতিফলিত হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন চলচ্চিত্র
Related News