Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কলকাতায় বড় পর্দার কাজ নিয়ে ফিরেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

সম্প্রতি কলকাতায় ফিরে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টলিউডের বড় পর্দায় আবারও কাজ শুরু করেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। টলিউড হোক বা বলিউড, তিনি নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে বারবার প্রমাণ করেছেন।


প্রসঙ্গত,  দেবচন্দ্রিমা সিংহ রায় প্রথম জাতীয় স্তরে কাজ শুরু করেন বলিউডের 'সুহাগন চুড়েল' ধারাবাহিকের মাধ্যমে। সিউড়ি থেকে আসা এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে টলিউড এবং বলিউডে নিজের জায়গা তৈরি করা নিয়ে অনেকেই তাকে প্রশংসিত করেছেন। এর আগেও তিনি বড় পর্দায় কাজ করেছেন। 'বুমেরাং' ছবিতে সৌরভ দাস-এর সঙ্গে জুটি বাঁধে অভিনয় করেছিলেন তিনি, আর 'কিসমিস' ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল তাকে।  এবার আবার নতুন একটি বড় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দেবচন্দ্রিমা। শোনা যাচ্ছে, এই ছবিতে টলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ২৩ মার্চ থেকে শুটিং শুরু হবে, এবং কলকাতা ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে শুটিং হবে। তবে, ছবির নাম এবং পরিচালক সম্পর্কে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

বিজাপুর ও কাঁকরে অঞ্চলে মাওবাদী সংঘর্ষে অন্তত ২২ জন নিহত

উলেখ্য,  বলিউডে কাজ শুরু করার পরও টলিউডে সমানতালে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন দেবচন্দ্রিমা। তার হিন্দি ধারাবাহিকের আগে বাংলা ওয়েব সিরিজেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে কখনও আলোচনায় আসেননি তিনি, বরং তার মূল লক্ষ্য ছিল শুধুমাত্র ভালো কাজ করা। সব বিতর্ক থেকে নিজেকে দূরে রেখে একের পর এক ভালো কাজ করতে চাইছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তার নতুন প্রোজেক্টের দিকে এখন সবাই তাকিয়ে, আর তিনি আশা করছেন যে, দর্শক তার অভিনয় আবারও পছন্দ করবেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন চলচ্চিত্র
Related News