এত দিন বলিউড বা দক্ষিণী সিনেমার গান বা দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করতে দেখা যেত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। কিন্তু এবার তিনি শুধুমাত্র তারকা ক্রিকেটারই নন, তিনি একেবারে সিনেমার পর্দাতেও হাজির হচ্ছেন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেট কিংবদন্তি তেলুগু সিনেমা ‘রবিনহুড’-এ অভিনয় করেছেন। ওয়ার্নার নিজেই সামাজিক মাধ্যমে এই খবরটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “ভারতীয় সিনেমা, আমি এসে গিয়েছি। রবিনহুডের সদস্য হতে পেরে গর্বিত। এই সিনেমার শুটিং খুব উপভোগ করেছি। বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৮ মার্চ।”
‘রবিনহুড’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলুগু সিনেমার নায়ক নিতিন, এবং নায়িকা শ্রীলিলা। সিনেমার পোস্টার প্রকাশের পর ওয়ার্নারের এই নতুন প্রয়াসটি নিয়ে সমর্থকদের মধ্যে একে অপরকে উত্তেজিত করেছে। যদিও এটি ওয়ার্নারের প্রথম সিনেমায় অভিনয়, তেলুগু সিনেমার প্রতি তাঁর ভালোবাসা অনেক পুরনো। ওয়ার্নারের তেলুগু সিনেমার প্রতি আগ্রহ নতুন নয়। তিনি দীর্ঘদিন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এবং ২০১৬ সালে দলকে আইপিএল জিতিয়েছেন। সেই সময় থেকেই তেলুগু সমর্থকদের সঙ্গে তাঁর একাত্মতা শুরু হয়। এর পর থেকেই তিনি বিভিন্ন তেলুগু সিনেমার গান এবং দৃশ্য অনুকরণ করে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
হটাৎ হাসপাতালে ভর্তি হলেন এআর রহমান
অতীতে ওয়ার্নার আইপিএল-এর অন্যতম সফল ক্রিকেটার হিসেবে পরিচিত। ১৮৪টি ম্যাচ খেলে তিনি ৬,৫৬৫ রান করেছেন। এর মধ্যে রয়েছে ৪টি শতরান এবং ৬২টি অর্ধশতরান। আইপিএল-এর সফলতম ক্রিকেটারদের তালিকায় তাঁর নাম সঙ্গতভাবে রয়েছে। যদিও এবারের আইপিএলে কোনো দল পাননি তিনি, কিন্তু তাও তাঁর কৃতিত্বের পরিধি কমে যায়নি। অবশেষে, ২৮ মার্চ মুক্তি পেতে চলেছে ডেভিড ওয়ার্নারের তেলুগু সিনেমা ‘রবিনহুড’। তাঁর নতুন এই উদ্যোগ সিনেমা প্রেমী এবং ক্রিকেট ভক্তদের জন্য এক নতুন অভিজ্ঞতার সূচনা হতে চলেছে।