Flash News
Monday, September 22, 2025

পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে রাজ্যে শুরু আবার শীতের ইনিংস

banner

journalist Name : Nabanita Maity

#পশ্চিমবঙ্গ:

নতুন বছর শুরুর দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উধাও হয়ে গিয়েছিলো শীত। দক্ষিনের বিভিন্ন জেলার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হয়েছে দুএক পশলা, তবে এবার পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে রাজ্যের ফের শীতের আমেজ। গভীর কুয়াশার সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণের জেলার আবহাওয়া শুষ্ক থাকলেও দার্জিলিং এবং কালিংম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। আগামী এক সপ্তাহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে থাকবে বলে জানা গেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। তবে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল। 


লোকে বলে মাঘের শীত বাঘে পায়। পৌষ মাসের পর মাঘ মাসের দেখা এবং জাঁকিয়ে শীত। কিন্তু আবার পশ্চিমই ঝঞ্ঝা আবার ফিরে আসতে পারে। আবার বাধা পেতে পারে শীত, অনেক শীত প্রিয় বাঙালি আছেন যারা শীত খুবই পছন্দ করেন , কিন্তু শীত বাধা পাওয়ার কারণে তাদের মুখের হাসি কিছুটা চলেও যেতে পারে, তবে এখন যে পরিমাণ ঠাণ্ডা আছে, তাতে খুব একতা আফসোসের কিছু নেই কারণ শীত প্রায় ভালই উপভোগ করছে শহরবাসী। আজ বঙ্গে ফের জাঁকিয়ে শীত, পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই দেখা মিলল রোদেরও সোমবার ফের দেখা মিলল ঝলমলে রোদের। কাকভোরে হালকা কুয়াশার দাপট ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথেই আকাশ পরিষ্কার হয়ে যায়। একধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রাও কমল ৩ ডিগ্রি। জানুয়ারির মাঝামাঝিতে ফের শীতের আমেজ ফিরে আসায় খুশি শীতবিলাসীরা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন তাপমাত্রা আরও কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টা বৃষ্টি হয়নি।


তবে শুক্রবার ও শনিবার ভোর রাতের দিকে হাল্কা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি মানেই  জিনিসপত্রের দাম বাড়া ও চাষবাসের ক্ষতি হওয়া যা সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভোরবেলা হালকা কুয়াশা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। আগামী দু’দিন তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মরশুমের শুরুর দিকে ভালই ব্যাটিং করেছিল শীত। একধাক্কায় অনেকটাই হয়েছিল তাপমাত্রার পারদপতন। তবে বড়দিনের আগে থেকেই শীত কার্যত উধাও হয়ে যায়। উত্তরবঙ্গ , দক্ষিণবঙ্গ সহ জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে, এছাড়াও বর্ধমান, হুগলী, হাওড়া এসব জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News