Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

আরো কয়েকদিন থাকবে শীতের প্রভাব : জানালো আবহাওয়া দপ্তর

banner

#Pravati Sangbad Digital Desk:

পৌষের শেষেও শীতের প্রকোপ তেমন একটা দেখা যায়নি। দেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ হলেও রাজধানী ঢাকায় যেন শীতের দেখা নেই। তবে মঙ্গলবার রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আজও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরে দিন ও রাতের তাপমাত্রা কমে জেঁকে বসতে পারে শীত।
বুধবার (১২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেটে, রাজশাহী, রংপুর ও খুলনা- এই ৬ বিভাগে বৃষ্টি হয়েছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। কমে গেছে শীতের অনুভূতি। এখন তা ধীরে ধীরে কমতে পারে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর,  তবে ১৬ জানুয়ারি থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আজ জানানো হয়।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। শুক্রবার ছিল ১৪.১ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৬ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হবে ২৬.৩ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৩ শতাংশ। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayantika Biswas

Related News