Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রথম দিনে প্রথম শো দেখতে চান "পুস্পা২" ? অনলাইন টিকিট বুকিং কবে থেকে শুরু জানিয়ে দিল বক্সঅফিস

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

প্রথম দিনের প্রথম শো দেখার ইচ্ছে রয়েছে আল্লু অর্জুনের বহু ভক্তদের। অবশেষে  ৫ই  ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২’। ট্রেলার প্রকাশ পর থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা প্রছুর। ২০২১ সালে  মুক্তি পেতেই গোটা দেশে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের 'পুষ্পা' পার্ট ১। এরপর থেকেই 'পুষ্পা'র নাম ভারতীয় সিনেমার দর্শকদের মুখে মুখে ঘুরেছে। ইতিমধ্যেই,  বক্স অফিসে  ৪০০ কোটি ব্যবসা করে ফেলেছে ছবিটি। 

‘পুষ্পা ২: দ্য রুল’ প্রথম দিনের প্রথম শো দেখার ইচ্ছে রয়েছে আল্লু অর্জুনের বহু ভক্তদের। তবে প্রশ্ন একটাই কবে থেকে পাওয়া যাবে এই সিনেমার টিকিট। বক্স অফিস সূত্রে খবর, ৩০ নভেম্বর অর্থাৎ আর মাত্র তিনদিন পর থেকেই অনলাইনে টিকিট বুকিং শুরু হয়ে যাবে । পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। অবশেষে অপেক্ষার ইতি। বক্স অফিসে ঝড় তুলতে চলেছে পুষ্পা।


এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই অভিনেতা ভক্তদের উদ্দেশে বলেছিলেন, “নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। এই প্রথমবার বিহারে এলাম। আপনাদের স্বাগত ও ভালবাসার জন্য ধন্যবাদ। পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।”  

সৃজিতের পরিচালিত ব্রাত্যের "উইঙ্কল টুইঙ্কল" নাটক সিনেমার পর্দায় আসছে

পুষ্পা ২’ ছবি মুক্তির আর মাত্র কয়েকটা দিন বাকি।  আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন। এই ছবি তাঁর ঝুলিতে এনে দিয়েছে জাতীয় পুরষ্কারও। প্রসঙ্গত, অপেক্ষায় দিন গুনছেন আল্লুর প্রতিটা অনুরাগী। টি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে পুষ্পা ২’-এর আইটেম ‘কিসসিক’ গানটির লিরিক্যাল ভিডিও। যেখানে পুরো গান শোনা গেছে, মাঝে দেখা গেছে শ্রীলীলা আর আল্লু অর্জুনের ঝলক। ফলে প্রথম দিনে সিনেমা হলের চেয়ার নিজের নামে করতে চাইলে আগে থেকেই টিকিট বুক করে রাখতে হবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন চলচ্চিত্র
Related News