Flash News
Monday, September 22, 2025

পুষ্পা ২’ ছবির মুক্তির প্রোমোশনে শহরে আসছেন আল্লু অর্জুন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad:

‘ পুস্পা ম্যায় ঝুকেগা নেহি শালা’ করোনা পরবর্তী সময় এই ডাইলগে সঙ্গে ধুন্দুমার আকশ্যান সুকুমার পরিচালিত এই সিনেমাকে  অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। আল্লু অর্জুন অভিনীত সেই সিনেমা শুধু মাত্র বক্স অফিসে নয় ঝড় তুলেছিল দর্শকের মনেও। আনুমানিক  ২০০ কোটি টাকা দিয়ে তৈরি সেই ছবি আয় প্রায় ৪০০ কোটি । এবার ফের  বক্স  অফিসে আগুন ধরাতে ফিরছে পুস্পা। হ্যা ঠিকই পড়ছেন  আগামি ৫ই  ডিসেম্বর, মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতিক্ষীত ছবি পুষ্পা ২। যা পুস্পা দ্যা রাইস সিনেমার দ্বিতীয় কিস্তি।  সিনে- বিশেষজ্ঞরা অনুমান করছে এই ছবি  প্রথম দিনেই  ২৫০ কোটির বেশি ব্যবসা করতে পারে। ফলে এই ছবির সঙ্গে টক্করে নামা মানেই বিপত্তি। পুষ্পার এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। তাতে লেখা, “ভারতের বৃহত্তম চলচ্চিত্রের জন্য তৈরি হয়েছে একগুচ্ছ ইভেন্ট। সারা দেশে ‘পূষ্পা  ২’ ইভেন্টের জন্য প্রস্তুত হও।” প্রসঙ্গত সারা দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই,  শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। 

ঊলেখ্য,  কিছুদিন আগেই এই ছবি মুক্তির দিন প্রকাশ্যে আসে। অন্যদিকে আগে থেকেই স্থির ছিল আগামি  ৬ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের ছবি ‘ছাভা’। তাই  অনেকেই আশঙ্কা করেছেন পুষ্পা ২ ঝড়ে এই ছবি খুব একটা ভাল আয় করতে পারবে না। যদিও অনুমান করা হচ্ছে  এই ছবিও বেশ ভাল হতে চলেছে । ছত্রপতি শিবাজীর চরিত্র নির্ভর এই ছবির ট্রেলার থেকে টিজার দর্শক মনে জায়গা করেছে। তবে বেশ কিছু বছর ধরে ছবি মুক্তির ক্ষেত্রে অনেকটা সচেতন হয়ে আছেন সিনেপাড়া। শেষ মুহূর্তে অনেক ছবি সন্মুখ সমরে না গিয়ে   ছবির ব্যবসার কথা ভেবে মুক্তির তারিখ পাল্টে ফেলে । এবারেও সেই একই ঘটনা দেখা দিল। খবর অনুযায়ী  পুষ্পা ২ মুক্তির একদিনের মাথায় আর মুক্তি পাচ্ছে না ভিকি কৌশল অভিনীত ছবি।

যদিও , ছবি মুক্তির দিন বদলে গেলেও নতুন কোনও তারিখ এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষে কিংবা আগামি বছরের ১০ই  জানুয়ারি প্রেক্ষাগৃহে  থেকে মুক্তি পেতে পারে ম্যাডক ফ্লিমস প্রযোজিত  এই ছবি। অপর দিকে  পুস্পা দ্যা রুল  মুক্তির এখনও ২৬ দিন বাকি। তৈরি আল্লু অর্জুনের আর্মিরা। আগামী ১৫ নভেম্বর পটনায় অনুষ্ঠিত হতে চলেছে এই ছবির ট্রেলার রিলিজ  প্রোমোশন । এরই মধ্যে সুখবর শোনাল পুষ্পা টিম। ছবির প্রচারের জন্য ভারত ঘুরতে চলেছে এই টিম। মূলত ,  ভারতের সাতটি মেট্রো সিটিতে ঘুরবে পুস্পা টিম ।  হাজির থাকবেন স্বয়ং  আল্লু অর্জুন। । আর সাত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতা শহরও। বাকি শহরগুলি পুনে , কোচি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দরাবাদ। বিশ্বব্যাপী এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৫ই  ডিসেম্বর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News