অতুল সুভাষের মৃত্যুর রেষ, সুপ্রিম কোর্ট খারিজ করলো ভুয়ো ৪৯৮ এ মামলা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

মহিলাদের সাহায্য করার জন্য যে কঠোর আইন আনা হয়েছে সেই আইনকে ‘ব্যক্তিগত প্রতিশোধ’ মেটানোর জন্য ব্যবহার করা যায় না। এই মর্মে আইনের অপব্যবহার নিয়ে সতর্ক করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি বেঙ্গালুরুর ৩৪ বছর বয়সি টেকনোক্র্য়াট অতুল সুভাষের আত্মহত্যার বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে। আর এই ঘটনার প্রেক্ষিতেই আজ বুধবার সুপ্রিম কোর্ট দেশে পণ-বিরোধী আইন ৪৯৮-এ'র অপব্যবহার বেড়ে চলার কথা জানিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ৪৯৮ (এ) ধারার মূল লক্ষ্য স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নিষ্ঠুরতা থেকে মহিলাদের সুরক্ষিত রাখা। এই আইনে অভিযুক্তর তিন বছর বা তার বেশি সময়ের জন্য কারাবাসের সাজা হতে পারে। কিন্তু সেই আইন কখনই স্বামীদের হেনস্থা করা, ভয় দেখানো বা তাঁদের কাছ থেকে টাকা আদায় করার জন্য অপব্যবহার করা যাবে না। সম্প্রতি, তেলেঙ্গানার এক নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষদের বিরুদ্ধে নিষ্ঠুরতা ও পন সংক্রান্ত অভিযোগ এনে মামলা করেছিলেন। স্ত্রীর দায়ের করা মামলা খারিজ করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী। কিন্তু সেই মামলা হাইকোর্টে খারিজ না হওয়ায়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি বিভি নাগারত্ন এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ এদিন অভিযোগ বাতিল করে। মামলার রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেন, ''স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা নিতে এই আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন কিছু নারী।'' এরপরই আদালত সেইসব উদাহরণ টেনে আনে, যেখানে আইনি রক্ষাকবচের অপব্যবহার করে প্রাক্তন স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা প্রাক্তন স্বামীর উপর কার্যত জুলুমবাজি করেছেন! কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বলেছেন, ''আদালতের নিজে থেকে বিষয়টি নিয়ে উদ্য়োগী হওয়া উচিত। এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ ঘটনা।''

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অপরাধ আইন দেশ
Related News