বাংলায় মকর - পৌষ সংক্রান্তি উৎসব কেন পালিত হয় ? জানুন খুঁটিনাটি তথ্য ও গুরুত্ব

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ পৌষ-মকর সংক্রান্তি। এই দিনটিকে বাঙালিরা বিশেষ ভাবে পালিত করে। বাংলায় পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা  হয়। মকর সংক্রান্তিতে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। এই দিনটি উত্তরায়ণ নামেও পরিচিত। প্রতিবছর এর মতো এবছর মকর সংক্রান্তি পড়েছে আজ অর্থাৎ ১৪ জানুয়ারি। ১৪ ও ১৫ এই দুই দিন  সংক্রান্তি হলেও আজ দিনটি বেশি শুভ।
হিন্দু শাস্ত্রে বিভিন্ন পুজো, পার্বন, ব্রত পালনের উল্লেখ আছে। এমনই উল্লেখ যোজ্য পার্বন হলো মকর সংক্রান্তি।অনেকের মন্তব্য এই দিনে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয়।
সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ যার অর্থ এক স্থান থেকে অন্যাত্র গমন। এদিন সূর্য মকর রাশিতে গমন করে বলে দিনটিকে শুভ দিন হিসাবেও ধরা হয়। এই দুটি দিনে বাঙালিরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। একদিকে পিঠে খাওয়া ও অন্যদিকে ঘুড়ি ওড়ানো। ১৫ জানুয়ারি অর্থাৎ কাল ঘুড়ি ওড়ানো বিশেষ দিনটি আক্ষিণ নামে পরিচিত। বাচ্ছা থেকে বড় সকলেই ঘুড়ি ওড়ানোর খেলায় মত্ত থাকে।

ভারতের অন্যতম রাজ্য বীরভূমের কুণ্ডূলি গ্রামে এদিন জয়দেব মেলা হয়ে থাকে। এই মেলার আকর্ষণ বাউল গান। এছাড়াও বিভিন্ন রকমারি পিঠের দোকান দেখা যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে প্রতি বছর গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। কপিলমুনির আশ্রম কে কেন্দ্র করে এই মেলা হয়। এদিন লক্ষ লক্ষ পূর্ণার্থী গঙ্গার পবিত্র জলে স্নান করেন।
পশ্চিমবঙ্গ-এ এই দিনটিকে পৌষ পার্বন হিসাবে পালন করা হয়। এদিন বাংলার ঘরে ঘরে আলপনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন পিঠে পুলি, পায়েস বানানো হয়। ও তার সথে নতুন মাসকে স্বাগত জানানো হয়। এদিন নতুন ফসল তোলার উৎসব ও হয়ে থাকে। চাষীরা নতুন ফসল গোলায় ভরে।
হিন্দু শাস্ত্রে ১২ টি রাশি অনুযায়ী ১২ টি সংক্রান্তির উল্লেখ আছে। জোতিষী অরবিন্দ শুক্লা জানাচ্ছেন, উত্তরায়ণ কালে সংক্রান্তির শুভ সময় দুপুর ২.৪৩ থেকে ৫.৪৫ পর্যন্ত হবে। তিঁনি মানুষকে তাদের বাসস্থান ও পঞ্চাঙ্গের ভিত্তিতে মকর সংক্রান্তি উজ্জাপন করার পরামর্শ দিয়েছেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayani Chatterjee

Related News