পুস্পা ২ ছবির প্রিমিয়ারের দিন ৩৫ বছরের এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট। শুক্রবার সকালেই তাঁকে গ্রেফতার করা হয়। হায়দ্রাবাদের 'সন্ধ্যা' থিয়েটারে ৪ ডিসেম্বর স্ক্রিনিং ছিল 'পুষ্পা ২'-এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন।
প্রসঙ্গত, গত ৪ঠা ডিসেম্বর অভিনেতাকে এক ঝলক দেখতে গিয়ে ৩৫ বছরের ভদ্র মহিলাটি পদপিষ্ট হয়ে মারা যান এবং তার ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি হন। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা দায়ের হয়েছে আল্লু অর্জুন-সহ সকলের বিরুদ্ধে। এবার ১৪ দিনের জেল হেফাজতে থাকতে হবে দক্ষিণী তারকাকে। অন্যদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপৃষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওঁর তো কোনও হাত নেই। “ পরে অনুরাগীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ২৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা। গত বুধবার এই মামলা খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আল্লু। কিন্তু তার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তাঁকে শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়।