কোভিড মহামারি চলাকালীন, খাদ্য সুরক্ষা আইনের আওতায় অভাবী নাগরিকদের বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল মোদী সরকার। লোকসভা ভোটের আগে, মোদী সরকার এই বিষয়টিকে তাদের প্রচারেও সামিল করেছিল। দেশের ৮১ কোটি জনগণকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। গত সোমবার, কেন্দ্রের এই উদ্যোগ নিয়েই প্রশ্ন তুলল আদালতে ।
প্রসঙ্গত, দরিদ্র জনতাকে শুধুমাত্র বিনামূল্যে রেশন দেওয়ার বদলে কর্মসংস্থানের দিকে এবার নজর দিতে হবে। ফুড সিকিউরিটি অ্যাক্ট সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে এমনই পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বাড়ছে মেট্রোর ভাড়া ! চলুন জেনে আসি বিস্তারিত খবর
উলেখ্য, গত সোমবার সুপ্রিম কোর্টে ছিল ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইন মামলার শুনানির দিন। সেখানেই ওঠে বিনামূল্যে রেশন দেওয়া সম্পর্কিত বিষয়টি। আদালতের তরফে বলা হয়, এভাবে দেশজুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়তে থাকলে রাজ্য সরকারগুলি সাধারণ মানুষদের মন জয় করতে বেশি করে রেশন কার্ড বিলি করবে। রাজ্যগুলি খুব ভাল করেই জানে, তারা কার্ড দিলেও রেশন দেওয়ার দায়িত্ব কেন্দ্রের। এছারাও আদালত আরও জানিয়েছে, রাজ্যগুলিকে যদি দায়িত্ব নিয়ে রেশন দিতে বলা হয়, তাহলে অধিকাংশ রাজ্যই টাকার অভাবের কথা উল্লেখ করে রাজি হবে না।
আদালত জানতে চায়, বর্তমানে কতজনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে? কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, ৮১ কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন। সংখ্যাটা শুনে অবাক হন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি মনমোহন। যদিও এই দাবির পালটা আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, ২ থেকে ৩ কোটি মানুষ এখনও এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। ইতিমধ্যে, মামলার পরবর্তী শুনানি আগামী বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ।